আইপিএল থেকে ছিটকে যাওয়ার মুখে কিংস ইলেভেন পাঞ্জাব
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক৩৬ বলে ৫২ রান চাই। হাতে দশ উইকেট। ২৪ বলে ২৯ রান চাই। হাতে ন’উইকেট। ১৮ বলে ২২ রান চাই। হাতে আট উইকেট। এভাবেই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লক্ষ্য আয়ত্তে এসে গিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবের। কিন্তু তবুও জিততে পারেনি তারা। যা ক্রিকেট মহলকে একইসঙ্গে বিচলিত ও অবাক করেছে। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে কোচ অনিল কুম্বলে। বিশেষজ্ঞদের মত, গুরুত্বপূর্ণ মূহুর্তে ম্যাক্সওয়েলের আগে প্রভসিমরনকে পাঠানোই হারের কারণ। কারণ, সাত বল খেলে মাত্র চার রান করেছেন পাঞ্জাবের উইকেটরক্ষক। কেউ আবার দায়ী করছেন ১৯ তম ওভারে মাত্র ছ’রান ওঠার বিষয়টিকে। যে ওভারে প্রভসিমরন এবং কে এল রাহুলকে আউট করেছিলেন প্রসিধ কৃষ্ণ। আবার কোনও কোনও বিশেষজ্ঞের মত, ম্যাক্সওয়েলের ফর্মের কারণেই তাঁকে নীচে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট। ক্রমশ মন্থর হতে থাকা পিচকেও দুষছেন অনেকে।
ব্যাটিং অর্ডার নিয়ে যতই কাটাছেঁড়া হোক না কেন, টিম ম্যানজমেন্টের মুখে কুলুপ। সাত ম্যাচে আধডজন হার কার্যত চলতি আইপিএল থেকে ছিটকে দিয়েছে রাহুলদের।