চোট পাওয়া আনরিখ নর্টের পরিবর্ত অজি পেসার
স্পোর্ট ওয়ার্ল্ড নিউজ ডেস্কমরসুমের শুরু থেকেই চোট সমস্যা ভোগাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। গত বছরের মতো এবারও আইপিএল শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন কমলেশ নাগরকোটি। এবার সেই তালিকায় জুড়েছে আনরিখ নর্টের নামও। তাঁর পরিবর্ত হিসাবে এদিন ম্যাট কেলিকে সই করালেন নাইট কর্তারা। ২৪ বছর বয়সী অজি পেসার বিগ ব্যাশে ১২টি ম্যাচ খেলেছেন পারথ স্কর্চার্সের হয়ে। নিয়েছেন ১৯টি উইকেট। তবে ডেথ ওভারে তাঁর আঁটোসাঁটো বোলিং নজর কেড়েছে মার্ক ওয়ার মতো বিশেষজ্ঞদের।