• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দলগঠনেই সমস্যা, মানছেন ফ্লেমিং

মন্থর পিচে খাপ খাওয়াতে ব্যর্থ ব্যাটসম্যানরা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

চিপকের ২২ গজকে মাথায় রেখে তৈরি হয়েছিল দল। কিন্তু খেলতে হচ্ছে আরব মুলুকের অস্বাভাবিক স্লো উইকেটে। তার জেরেই সমস্যায় পড়েছে চেন্নাই সুপার কিংস। এমনই মত দলের কোচ স্টিফেন ফ্লেমিং-এর। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মত, গত আইপিএলে সিংহভাগ ম্যাচই চিপক এবং পুনেতে খেলেছিলেন ধোনিরা। আর সেই ‘ঘরোয়া সুবিধা’ কাজে লাগিয়েই নজর কেড়েছিল দল। কিন্তু এবারের অবস্থা একেবারে তার উল্টো। অচেনা পরিবেশে, অচেনা উইকেটে দাগ কাটতে পারছে না দল।

অধিনায়ক ধোনি অবশ্য বিষয়টি নিয়ে চুপ। কিন্তু ঘটনা হল, পরে ব্যাট করতে হলেই মুখ থুবড়ে পড়ছে চেন্নাই। একমাত্র কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধেই পরে ব্যাট করে সহজ জয় পেয়েছেন ধোনিরা। দলে বেশিরভাগই স্ট্রোকপ্লেয়ার। বল ব্যাটে না আসায় আটকে যাচ্ছেন তাঁরা। থমকে যাচ্ছে রানের গতি। তার জেরেই সাত ম্যাচের মধ্যে মাত্র দু’টিতে জয় পেয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা। পয়েন্ট টেবলে রয়েছে ছ’নম্বরে। উইকেটের সঙ্গে মানিয়ে নিতে না পারলে এই প্রথমবার প্লে-অফ না খেলেই আইপিএলের মঞ্চ ছাড়তে হবে ধোনি অ্যান্ড কোং-কে।

     

বিজ্ঞাপন

Goto Top