দল নির্বাচন নিয়ে সরব লারা এবং সোয়ান
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কলাগাতার হারের কারণ খুঁজছে কিংস ইলেভেন পাঞ্জাব। অধিনায়ক কে এল রাহুল জানেন না গলদ কোথায়। গ্রেম সোয়ান প্রশ্ন তুলেছেন, কেন বারংবার ব্যর্থ হওয়া সত্বেও গ্লেন ম্যাক্সওয়েলকে খেলানো হচ্ছে? প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই ম্যাক্সওয়েলের ব্যাটে রান নেই। আইপিএলের মঞ্চেও তার ব্যতিক্রম নেই। এই পরিস্থিতিতে বিদেশি কোটা ‘নষ্ট’ করা নিয়ে সরব হয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি, ক্রিস গেইলকে শুরু থেকে না খেলানোর জন্য ব্রায়ান লারা ব্যাপক সমালোচনা করেছেন পাঞ্জাব টিম ম্যানেজমেন্টের। সবমিলিয়ে পরিস্থিতি যথেষ্ট জটিল পাঞ্জাব শিবিরের অন্দরমহলে।
এই অবস্থায় শাপে বর হয়েছে গেইলের অসুস্থতা। যা দল বির্বাচন এবুং বিদেশি কোটার খেলোয়াড় নিয়ে পাঞ্জাবের কাছে বিকল্পের সংখ্যা কমিয়ে দিয়েছে। গেইল অবশ্য হাসপাতাল থেকে বলেছেন, তিনি হার মানতে জানেন না। শেষ পর্যন্ত লড়বেন, এমন কথাও জানিয়েছেন। মনে করিয়ে দিয়েছেন তাঁর বিধ্বংসী ব্যাটিং-এর কথাও।
গেইল যদি শেষ পর্যন্ত মাঠে ফিরতে পারেন এবং আশানুরূপ পারফর্ম করতে পারেন তাহলেই পেল-অফে যাওয়ার ক্ষীণ হলেও সম্ভাবনা থাকবে পাঞ্জাবের। নাহলে অন্যান্যবারের মতোই এবারও খালি হাতে ছাড়তে হবে আইপিএলের মঞ্চ।