উড়ন্ত চুম্বন স্ত্রী অনুষ্কার উদ্দেশ্যে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কশনিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে বেরিয়েছে ৫২ বলে ৯০ রানের চোখধাঁধানো ইনিংস। তারপরেই চওড়া হাসি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়কের মুখে। অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফেরার সময় উড়ন্ত চুম্বন ছুঁড়ে দিয়েছেন অনুষ্কা শর্মার উদ্দেশ্যে।
তখন সবে প্রথম ইনিংস শেষ হয়েছে। ম্যাচ জেতার আগেই কেন এই উচ্ছ্বাস ব্যাঙ্গালোর অধিনায়কের? কোহলি বলছেন, প্রথম দিকের ম্যাচগুলিতে অতিরিক্ত চাপ নিয়ে ফেলেছিলেন। সেই কারণেই চেনা ছন্দে দেখা যায়নি তাঁকে। কিন্তু আইপিএল কিছুটা গড়ানোর পর সেই চাপ কাটিয়ে উঠেছেন। আর তার জেরেই সাফল্য।
উল্লেখ্য, প্রথম তিন ম্যাচে ৬২ স্ট্রাইক রেটে মাত্র ১৮ রান করেছিলেন বিরাট। শেষ তিন ম্যাচে ১৪২ স্ট্রাইক রেটে ২০৫ করেছেন তিনি। তাও মাত্র একবার আউট হয়ে। সেই পারফরম্যান্সে ভর করেই এগোচ্ছে ব্যাঙ্গালোর। সোমবার যারা শারজায় কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে।