• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বাতিল হল বিপিএল ২০২০

জৈব সুরক্ষাবলয়ের খরচ বহনে অপারগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতির জেরে এবছরের মতো বাতিল হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সোমবার এমনই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। তিনি জানান, যে জৈব সুরক্ষাবলয় তৈরিতে যে খরচ হবে তা এই মুহূর্তে বহন করার মতো অবস্থায় নেই বিসিবি। আইপিএলের মতো গোটা প্রতিযোগিতা বিদেশে আয়োজন করার যে খরচ তাও বহন করা সম্ভব নয় বিসিবি-র পক্ষে।

প্রসঙ্গত, বিপিএলে ক্রিস গেইলের মতো অনেক বিদেশি খেলোয়াড়ই অংশ নেন। সেক্ষেত্রে খেলোয়াড়দের জৈব সুরক্ষাবলয়ের বাইরে রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকি নিতে নারাজ বিসিবি।

বিসিবি সভাপতি জানিয়েছেন, আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে বিপিএল আয়োজন করার চেষ্টা করবেন তাঁরা।

     

বিজ্ঞাপন

Goto Top