• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইপিএল থেকে ছিটকে গেলেন ইশান্ত

তলপেটের পেশিতে চোট দিল্লির পেসারের; অনিশ্চিত অস্ট্রেলিয়া সফরেও

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আঙুলের চোটে ছিটকে গিয়েছেন অমিত মিশ্র। হ্যামস্ট্রিং-এ চোট পেয়ে এক সপ্তাহ মাঠের বাইরে ঋষভ পন্থও। এবার চোটের জন্য চলতি আইপিএল থেকে ছিটকে গেলেন ইশান্ত শর্মাও। তিন নির্ভরযোগ্য খেলোয়াড়ের অনুপস্থিতি ঘোরতর সমস্যায় ফেলেছে দিল্লি ক্যাপিটালসকে। জানা গিয়েছে, গত ৭ অক্টোবর নেটে বল করার সময় বাঁ পাঁজরের ব্যথায় কাবু হয়ে গিয়েছিলেন ইশান্ত। পরে চিকিৎসকরা পরীক্ষা করে জানিয়েছেন, ইশান্তের তলপেটের বাঁদিকের পেশি ছিঁড়েছে। ফলে চলতি আইপিএলে আর তাঁর পক্ষে মাঠে নামা সম্ভব নয়।

এবারের আইপিএলে অবশ্য একটিই ম্যাচ খেলেছিলেন ইশান্ত। গত ২৯ সেপ্টেম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। যে ম্যাচে তিন ওভার বল করেছিলেন ইশান্ত।

দিল্লির পেস বিভাগে অবশ্য কাগিসো রাবাদার মতো বোলার রয়েছেন। রয়েছেন মোহিত শর্মা, হর্ষল পটেলের মতো আইপিএলের মঞ্চে পোড়খাওয়া বোলাররাও। কিন্তু আগামী দিন দশেক দিল্লির যেরকম ঠাসা ক্রীড়াসূচি রয়েছে তাতে ইশান্তের মতো অভিজ্ঞ পেসারের ছিটকে যাওয়া চিন্তায় রাখছে শ্রেয়স আইয়ারদের।

শুধু দিল্লিই নয়, ইশান্তের চোট চিন্তায় ফেলেছে জাতীয় নির্বাচকদেরও। আইপিএল শেষ হলেই অস্ট্রেলিয়া উড়ে যাবেন বিরাট কোহলিরা। ভুবনেশ্বর কুমার ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। তাঁর চোট কতটা গুরুতর তা এখনই বোঝা যাচ্ছে না। শেষপর্যন্ত ইশান্ত এবং ভুবি না যেতে পারলে অপেক্ষাকৃত অনভিজ্ঞ পেস আক্রমণ নিয়েই স্যার ডনের দেশে যেতে হবে টিম ইন্ডিয়াকে।

     

বিজ্ঞাপন

Goto Top