• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ডিভিলিয়ার্স ম্যাজিক দেখাল: বিরাট

 নাইটদের হারিয়ে তিন নম্বরে আরসিবি

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

এবি ডি’ভিলিয়ার্সের মারকুটে ৩৩ বলে ৭৩ রান। তার সুবাদেই কলকাতা নাইট রাইডার্সকে ৮২ রানে হারিয়ে আইপিএল টেবিলে সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জয়ের ফলে বিরাট কোহলিও আনন্দ গোপন করলেন না। ডি’ভিলিয়ার্সের দুর্দান্ত ইনিংস সম্পর্কে বললেন, ‍‘‍‘জানতাম উইকেট ক্রমে মন্থর থেকে মন্থরতর হতে থাকবে। তাই এই পিচে ১৬৫-১৭০ রানের মধ্যে স্কোর রাখতে পারলেই কাজ হয়ে যায়।  এই ধরনের পিচে এবি ম্যাজিক দেখাতে পারে। একটা বিশেষ ইনিংস খেলল ও। দলের রান ১৯৪-তে গিয়েছে এবি ডি’ভিলিয়ার্সের জন্যই।’’

এর পাশাপাশি ক্রিস মরিসের বোলিং নিয়েও উচ্ছ্বসিত প্রশংসা করেন বিরাট। বলেন, ‍‘‍‘মরিস আসায় আমাদের দলের বোলিং আরও উন্নত হয়েছে। আর বোলিং ভাল হলেই আইপিএলের মতো টুর্নামেন্টে সাফল্য পাওয়া যায়। তবে এই জয়ে আত্মতুষ্ট হলে চলবে না। আমাদের আরও এগোতে হবে।’’

     

বিজ্ঞাপন

Goto Top