• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

লজ্জার হার নাইটদের

৩৩ বলে ৭৩ রান করে ম্যাচ ঘোরালেন ডে ভিলিয়ার্স

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

গত তিন ম্যাচে মাঠে ছিলেন তিনি। জিতেছিল দলও। কিন্তু সোমবারের শারজায় শাহরুখ খান নামের সেই ‘লাকি চার্ম’-ও চাগাতে পারল না কলকাতা নাইট রাইডার্সকে। বদলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হজম করতে ৮২ রানের বিশাল ব্যবধানে হার। যার নেপথ্যে থাকল এলোমেলো বোলিং, জঘন্য ফিল্ডিং আর দিশাহীন ব্যাটিং-এর প্রদর্শনী। আর সঙ্গে অবশ্যই এবি ডে ভিলিয়ার্সের ঝোড়ো ইনিংস। দু’দলের মধ্যে মূল ফারাক গড়ে দিল তাঁর ব্যাটিংই।

কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের পরেই সুনীল নারাইনের বিরুদ্ধে ‘সন্দেহজনক’ অ্যাকশনের অভিযোগ উঠেছিল। এদিন তাঁকে খেলানোর ঝুঁকিই নেয়নি কেকেআর। অসমান গতি এবং বাউন্সের উইকেটে প্যাট কামিন্স, প্রসিধ কৃষ্ণদের সেভাবে দাগ কাটতে দেননি অ্যারন ফিঞ্চ (৩৭ বলে ৪৭), দেবদত্ত পাড়িক্কলরা (২৩ বলে ৩২)। বিরাট কোহলিকে কার্যত বোতলবন্দী করে ফেলেছিলেন নাইট বোলাররা। প্রথম বাউন্ডারি মারতে ২৫ বল নিয়েছিলেন আরসিবি অধিনায়ক। কিন্তু এবিডি ক্রিজে আসার পরেই ঘুরে দাঁড়ান কোহলিরা। আধডজন ছক্কা হাঁকিয়ে ৩৩ বলে ৭৩ রান করেন ডে ভিলিয়ার্স। তার জেরেই শেষ পাঁচ ওভারে ৮৩ রান তুলে ১৯৪/২ স্কোরে পৌঁছে যায় আরসিবি।

চলতি আইপিএলে নিজের তৃতীয় ওপেনিং পার্টনার টম ব্যান্টনকে নিয়ে নেমেছিলেন শুভমান গিল। কিন্তু আইপিএল অভিষেকে ডাহা ফেল ব্যান্টন (১২ বলে ৮)। এরপর অল্প ব্যবধানে নীতিশ রানা (১৪ বলে ৯), ইয়ন মর্গ্যান (১২ বলে ৮), শুভমান (২৫ বলে ৩৪) এবং দীনেশ কার্তিক (২ বলে ১) ফিরে যাওয়ায় ৫১/১ থেকে ৬৪/৫ হয়ে যায় নাইটদের স্কোর। আন্দ্রে রাসেল (১০ বলে ১৬) এবং রাহুল ত্রিপাঠী (২২ বলে ১৬) চেষ্টা করলেও সফল হননি। যুজবেন্দ্র চাহল (১/১২), ক্রিস মরিস (২/১৭), ওয়াশিংটন সুন্দরদের (১/২০) আঁটোসাঁটো বোলিং-এর সামনে শেষ পাঁচ ওভারে মাত্র ২২ রান তুলতে সক্ষম হয় নাইটরা। ২০ ওভারে ন’উইকেটে ১১২ রানের বেশি তুলতে পারেনি কেকেআর।

সোমবারের ম্যাচ জিতে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মতো ১০ পয়েন্টে পৌঁছে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও। তবে নেট রানরেটের বিচারে তিন নম্বরে রয়েছে তারা। আট পয়েন্ট নিয়ে চার নম্বরেই থাকল নাইটরা।

     

বিজ্ঞাপন

Goto Top