৩৩ বলে ৭৩ রানের ইনিংসে বিস্মিত ক্রিকেটমহল
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কসোমবারের শারজা। পিচে বল পড়ে এত মন্থর হয়ে যাচ্ছিল যে টাইমিং করতে পারছিলেন না ব্যাটসম্যানরা। যে তালিকায় ছিলেন খোদ বিরাট কোহলিও। কিন্তু তাঁর গতি থামিয়ে দেওয়ার মতো মন্থর পিচ সম্ভবত এখনও তৈরিই হয়নি। তাই আব্রাহাম বেঞ্জামিন ডে ভিলিয়ার্স ব্যাট করেছেন চেনা মেজাজেই। আর তার জেরেও মন্থর পিচেও তাঁর ব্যাট থেকে বেরিয়েছে ৩৩ বলে ৭৩ রানের চোখধাঁধানো ইনিংস। যা দেখে চোখ কপালে বিশেষজ্ঞদের। মঙ্গলবারই যেমন বিষয়টি নিয়ে টুইট করেছেন রবি শাস্ত্রী। কোহলিদের হেডস্যার লিখেছেন, “গত রাতে যে ব্যাটিং দেখলাম তা এককথায় অবিশ্বাস্য! এবি, অবসর ভেঙে ফিরে এস। আন্তর্জাতিক ক্রিকেটে তোমাকে প্রয়োজন।“
প্রসঙ্গত, চলতি আইপিএলে সাত ইনিংসে তিনটি অর্ধশতরান-সহ ২২৮ রান করেছেন এবিডি। গড় ৫৭। তাও ১৮৫ স্ট্রাইক রেটে। বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে ব্যাট করছেন তাতে আইপিএলের দ্বিতীয়ার্ধে আরও বড় চমক দিতে পারেন ডে ভিলিয়ার্স।
উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এবি। যার গভীর প্রভাব পড়েছিল দক্ষিণ আফ্রিকা দলের উপর। ২০১৯ বিশ্বকাপে ১০ দলের মধ্যে সপ্তম হয়েছিল তারা।