• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

পেশিতে গুরুতর চোট, অপেক্ষা বাড়ছে ঋষভের

বিকল্প খুঁজতে জেরবার দিল্লি শিবির

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

হ্যামস্ট্রিং-এ চোট। সোমবার ঋষভ পন্থকে প্রাথমিক পরীক্ষা করার পর এমনই মত ছিল দিল্লি ক্যাপিটালসের চিকিৎসকদের। কিন্তু মঙ্গলবার জানা গিয়েছে, ঋষভের চোট আসলে তার চেয়ে গুরুতর। পায়ের পেশি ছিঁড়েছে তাঁর। যাকে চিকিৎসকরা বলছেন, “গ্রেড-১ মাসল টিয়ার।“ তার জেরে অন্তত সাত থেকে দশ দিন মাঠে নামতে পারবেন না দিল্লির উইকেটরক্ষক। যেহেতু ঋষভ বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত ক্রিকেটার সেহেতু তাঁর চোটের বিষয়ে বোর্ডকেও জানিয়েছে দিল্লির টিম ম্যানেজমেন্ট।

এদিকে, ঋষভের অনুপস্থিতি ঘোরতর অস্বস্তিতে ফেলেছে শ্রেয়স আইয়ারদের। কারণ, দলে বিশেষজ্ঞ ভারতীয় উইকেটরক্ষক বলতে ঋষভই। গত ম্যাচে তাঁর বদলি হিসাবে যিনি খেলেছেন সেই অ্যালেক্স কেরি উইকেটের পিছনে যথেষ্ট নির্ভরযোগ্য। কিন্তু ব্যাট হাতে একেবারেই ঋষভের মতো আক্রমণাত্মক নন। অস্ট্রেলিয়ার হয়ে ৩০ টি টি-২০ ম্যাচ খেলেছেন কেরি। কিন্তু ছক্কা হাঁকিয়েছেন মাত্র ছ’টি। এই পরিস্থিতিতে শিমরন হেটমায়ারকে না খেলালে ডেথ ওভারে রান ওঠার গতি একেবারে কমে যাচ্ছে। কিন্তু বিদেশি কোটায় দলে কাগিসো রাবাদা, আনরিখ নর্টিয়ে এবং মার্কাস স্টয়নিস ‘অটোম্যাটিক চয়েস’। ফলে কেরি খেললে বাইরে থাকতে হচ্ছে হেটমায়ারকে।

এই অবস্থায় বিকল্প হিসাবে উঠে আসছে ললিত যাদবের নাম। দিল্লির এই ২৩ বছরের ক্রিকেটার যথেষ্ট আক্রমণাত্মক ব্যাটসম্যান। তার জেরেই নজর কেড়েছিলেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। প্রথম শ্রেণির ম্যাচে কিপিং করার অভিজ্ঞতাও রয়েছে। ফলে সামনের অন্তত দু’টি ম্যাচে তাঁকে পরখ করে নেওয়ার পক্ষপাতী দিল্লি শিবিরের একাংশ।

     

বিজ্ঞাপন

Goto Top