বল হাতে সফল রুবেল ও মেহেদি
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কপ্রথম ম্যাচে নাজমুল হোসেনের দলের কাছে হেরে গেলেও মঙ্গলবার মিরপুরের শের-এ-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্ট কাপের দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লার দল হারিয়ে দিল তামিম ইকবালের দলকে। মিঠুন আলি, তামিম ইকবাল-সমৃদ্ধ দলটি রুবেল হোসেনদের বোলিং এর-সামনে ২৩ ওভারে মাত্র ১০৩ রানে অল আউট হয়ে যায়। রুবেল ১৬ রানে তিন উইকেট এবং সুমন খান ৩১ রানে তিন উইকেট নেন। দু’টি করে উইকেট নেন মেহেদি হাসান ও এনামুল হক (জুনিয়র)।
জবাবে মাহমুদুল্লার দল মাত্র ১৭ বলের মধ্যে শূন্য রানে তিন উইকেট হারিয়ে বসে। লিটন দাস, ইমরুল কায়েস ও মহম্মদ নইমকে আউট করেন মহম্মদ সইফুদ্দিন ও তাইজুল ইসলাম। মোমিনুল হক (৩৯) ও অধিনায়ক মাহমুদুল্লাহ (১০) সামাল দিলেও একসময় দলের স্কোর ৭৭/৫ হয়ে গিয়েছিল। উইকেটকিপার নুরুল হাসানের ঝোড়ো ব্যাটিং (৩৮ বলে ৪১) শেষ পর্যন্ত মাহমুদুল্লার দলকে পাঁচ উইকেটে জয় এনে দেয়।