• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

জিতেও বিতর্কমুক্ত হতে পারলেন না ধোনি

ছয় নম্বরে উঠে এল সিএসকে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

অবশেষে জয়ে ফিরল চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার দুবাইয়ে সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে হারিয়ে আইপিএল টেবিলে ছয় নম্বরে উঠে এল মহেন্দ্র সিং ধোনির দল। ৮ ম্যাচের পরে তাদের পয়েন্ট ৬। ১০ বলে ২৫ রান ও ২১ রান দিয়ে এক উইকেট নিয়ে ম্যাচের সেরা রবীন্দ্র জাদেজা।

টসে জিতে ব্যাটিং নিয়েছিল চেন্নাই। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সিএসকে তোলে ১৬৭ রান। ৩৮ হলে ৪২ রান করেন শেন ওয়াটসন। জবাবে হায়দরাবাদের ইনিংস শেষ হয় ১৪৭-৮। কেন উইলিয়ামসন (৫৭) ছাড়া তাদের কেউ বড় রান পাননি।

তবে এ দিন জিতলেও বিতর্ক তৈরি করল ধোনির আচরণ। হায়দরাবাদ ইনিংসের ১৯ ওভারে বল করছিলেন শার্দূল ঠাকুর। জেতার জন্য ১১ বলে ২৫ রান দরকার ছিল হায়দরাবাদের। দ্বিতীয় বল তিনি ওয়াইড করেন। ব্যাট করছিলেন রশিদ খান। ফের দ্বিতীয় বল করতে এসে এ বার অফস্টাম্পের বাইরে ইয়র্কার করেন তিনি। বল ওয়াইড মার্কের বাইরে দিয়ে গেলেও তা রশিদের ব্যাটের তলা দিয়ে যায়। আম্পায়ার পল রিফেল প্রথমে ওয়াইড ঘোষণা করতে গিয়েছিলেন। দু’হাতও অর্ধেক তুলে ফেলেছিলেন তিনি। কিন্তু দেখেন ধোনি ও শার্দূল ঠাকুর এই ওয়াইড নিয়ে সন্তুষ্ট নন। এর পরেই রিফেল হাত নামিয়ে নেন। যা দেখে অবাক হয়ে যান সকলে। ধারাভাষ্যকার মাইকেল স্ল্যাটারকেও দেখা যায় বিস্ময় প্রকাশ করতে। হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারও বিরক্তি প্রকাশ করেন ডাগআউটে বসে। সোশ্যাল মিডিয়াতেও ধোনির সমালোচনায় মুখর হন কেউ কেউ। গত বছর আইপিএলেও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তাঁর সঙ্গে তর্ক করেছিলেন ধোনি। এ বছর আম্পায়ারের দিকে তিনি দৃষ্টি ফেলতেই আম্পায়ার সিদ্ধান্ত বদল করেন। ধোনি এ দিন ১৩ বলে ২১ রান করে ম্যাচ জিতলেও বিতর্কের উর্ধ্বে থাকতে পারলেন না সিএসকে অধিনায়ক।

     

বিজ্ঞাপন

Goto Top