• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

স্মিথ, ওয়ার্নারদের নিয়ে চিন্তিত নন শামি

অস্ট্রেলিয়া সফরের জন্য তৈরি ভারতীয় পেসার

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আইপিএলের ভরা মরশুম। তারই মধ্যে অস্ট্রেলিয়া সফর নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন মহম্মদ শামি। বিরাট কোহলিদের গত অস্ট্রেলিয়া সফরে ছিলেন না স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা। নির্বাসিত ছিলেন বল বিকৃতির অভিযোগে। কিন্তু এবার অজি শিবিরে থাকছেন দুই তারকাই। তবে তা নিয়ে চিন্তিত নন শামি। বলছেন, “টেস্ট ম্যাচ পাঁচ দিনের খেলা। এসেই কেউ মারতে শুরু করে না বহুক্ষণ ক্রিজে থাকতে হয় ফলে স্মিথদের উপস্থিতি আলাদা করে প্রভাব ফেলবে না।“

ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমাররা চোট পেয়ে ছিটকে গিয়েছেন আইপিএল থেকে। অস্ট্রেলিয়া সফরেও তাঁদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে শামি আশাবাদী, সমস্যায় পড়বে না টিম ইন্ডিয়া। কারণ, কমলেশ নাগরকোটি, শিবম মাভিরা দেখিয়ে দিয়েছেন, তাঁরা সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটের জন্য তৈরি। শামি বলছেন, “যেভাবে নতুন পেসাররা উঠে আসছে তা ভারতীয় পেস আক্রমণের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করছে। যা আগামী দিনের পক্ষে অত্যন্ত আশাব্যঞ্জক।“

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে শেষ তিন ওভারে ২২ রান তুলতে পারেনি শামির দল কিংস ইলেভেন পাঞ্জাব। তবে শামি আশাবাদী, আগামী ম্যাচগুলিতে ফল ভালো হবে শামি নিজে অবশ্য বল হাতে মোটের উপর ছন্দে রয়েছেন। আইপিএল কেরিয়ারে ৫০ উইকেটের মাইলস্টোন পেরিয়েছেন। তবে তাঁর মত, যথেষ্ট সুযোগ পেলে আগেই এই মাইলস্টোনে পৌঁছতে পারতেন তিনি।

     

বিজ্ঞাপন

Goto Top