দলের সব সদস্যের ফের করোনা পরীক্ষার সিদ্ধান্ত
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কগত ১ অক্টোবর থেকে নবগঠিত অনূর্ধ্ব -১৯ দল নিয়ে চার সপ্তাহের অনুশীলন শিবির শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট টিম। কিন্তু শিবিরের মাঝপথেই হানা দিয়েছে করোনা। যুব দলের কিছু খেলোয়াড়ের মধ্যে দেখা দিয়েছে করোনার উপসর্গ। তাই দু’দিনের জন্য শিবির বন্ধ রাখা হয়েছে। শিবিরের মেয়াদ কমিয়ে তিন সপ্তাহ করার চিন্তাভাবনা চলছে।
করোনার উপসর্গ দেখা দেওয়ায় সমস্তরকম সতর্কতা অবলম্বন করা হয়েছে। দলের সব সদস্যের ফের করোনা পরীক্ষা করা হবে। তারপর অনুশীলন শুরু হবে।
উল্লেখ্য, এই বছরেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ হওয়ার কথা ছিল। কিন্তু অতিমারীর কারণে তা আগামী বছরে পিছিয়ে দেওয়া হয়েছে।