নেতৃত্ব ছাড়লেন কার্তিক; দলে বিরূপ প্রভাব পড়বে না, বলছেন মাইসোর
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কব্যাটে রানের খরা। দিশাহীন নেতৃত্ব। অথচ তাঁরই নেতৃত্বে খেলছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। বিষয়টি নিয়ে প্রথম সরব হয়েছিলেন সুনীল গাভাসকর। তাঁর মত ছিল, দীনেশ কার্তিকের বদলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক করা হোক্ ইয়ন মর্গ্যানকে। সানির সেই উপদেশ অবশেষে মেনে নিল কেকে আর টিম ম্যানেজমেন্ট। শুক্রবার দলের তরফ থেক্কে সরকারীভাবে জানানো হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ থেকে নাইটদের হয়ে টস করতে নামবেন মর্গ্যান। জানা গিয়েছে, দলের স্বার্থে এবং নিজের ব্যাটিং-এ মনোনিবেশ করতেই কার্তিকের এমন সিদ্ধান্ত।
নাইটদের ওয়েবসাইটে দলের সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন, “দীনেশ কার্তিকের মতো অধিনায়ক পাওয়া সৌভাগের বিষয়। সবসময় দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে ও। এরকম সিদ্ধান্ত নিতে অনেক সাহস লাগে। ডিকে-র সিদ্ধান্তে আমরা অবাক। তবে ওর সিদ্ধান্তকে আমরা সম্মান করি। ইয়ন মর্গ্যান দলে সহ-অধিনায়ক ছিল। আমাদের সৌভাগ্য, ২০১৯-এর বিশ্বকাপজয়ী অধিনায়ক দলকে নেতৃত্ব দিতে রাজি হয়েছে। এবারের প্রতিযোগিতায় কাঁধে কাধ মিলিয়ে দলকে সামলেছে ডিকে এবং ইয়ন। ওদের ভূমিকায় পরিবর্তন হলেও দলে তার বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা নেই।“
তবে ওয়াকিবহাল মহলের ধারণা, চাপের মুখেই নেতৃত্ব ছাড়তে বাধ্য হয়েছেন কার্তিক। চলতি আইপিএলে সাত ম্যাচে মাত্র ১০৮ রান করেছেন। এর মধ্যে কিং ইলেভেন পাঞ্জাব ম্যাচে করেছেন ৫৮ রান। অর্থাৎ, বাকি ছ’ম্যাচে ডিকে-র রান সাকুল্যে ৫০। যার জেরে নেতৃত্ব তো দূর অস্ত, দলে জায়গা নিশ্চিত করাই কঠিন হয়ে পড়ছিল তাঁর পক্ষে। অন্যদিকে, নাইটদের টিম ম্যানজেমেন্টের বদান্যতায় বারবার বদলেছে মর্গ্যানের ব্যাটিং অর্ডার। কিন্তু তার মশ্যে ৩৫ গড়ে এবং ১৩০ স্ট্রাইক রেটে ১৭৫ রান করেছেন ইংল্যান্ড অধিনায়ক।
যদিও এভাবে আইপিএলের মাঝখানে নাইটদের অধিনায়ক বদল হওয়ায় অনেকেই খুশি নন। ইরফান পাঠানই যেমন বলছেন, এভাবে আইপিএলের মাঝখানে নেতৃত্ব বদলানোর প্রভাব নাইট শিবিরের পক্ষে ইতিবাচক না-ও হতে পারে।
উল্লেখ্য, ২০১৩ আইপিএল চলাকালীন মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব ছেড়েছিলেন রিকি পন্টিং। তারপর আর সেভাবে মুম্বইয়ের জার্সি গায়ে নামতেই দেখা যায়নি দু’বারের বিশ্বকাপজয়ী অধিয়ায়ককে।
এদিকে, রাজস্থান রয়্যালস শিবিরেও চলছে নেতৃত্ব বদল নিয়ে জল্পনা। শোনা যাচ্ছে, স্টিভ স্মিথের নেতৃত্বে দল আশানুরূপ ফল করতে না পারায় ক্ষুব্ধ রাজস্থান রয়্যালসের মালিকগোষ্ঠী। কার্তিকের মতোই স্মিথেরও ব্যাটে রান নেই শেষ কয়েক ম্যাচে। বিকল্প অধিনায়ক হিসাবে ভাসছে জস বাটলারের নাম।