• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

মর্গ্যানের আমলেও কাটল না মুম্বই-জুজু

দুরন্ত ইনিংসে নজর কাড়লেন কুইন্টন ডি কক

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

পরিবর্তন হয়েছে নেতৃত্বের। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের মুম্বই-জুজুতে কোনও পরিবর্তন নেই। প্রথম লেগে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪৯ রানে হার হজম করতে হয়েছিল নাইটদের। দ্বিতীয় লেগে হারতে হল আট উইকেটে। তাও ১৯ বল বাকি থাকতে।

টস জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন নতুন অধিনায়ক ইয়ন মর্গ্যান। কিন্তু অতিরিক্ত সাবধানী হতে গিয়ে শুরু থেকেই হোঁচট খাচ্ছিল কেকেআর। পাওয়ার প্লে-তে উঠেছিল মাত্র ৩৩। তাও রাহুল ত্রিপাঠী (৯ বলে ৭) আর নীতিশ রানার (৬ বলে ৫) উইকেট হারিয়ে। অষ্টম ওভারে পরপর দু’বলে শুভমান গিল (১৩ বলে ২১) এবং সদ্য প্রাক্তন হয়ে যাওয়া অধিনায়ক দীনেশ কার্তিককে (৮ বলে ৪) ফিরিয়ে নাইট শিবিরে বড় ধাক্কা দিয়েছিলেন রাহুল চাহর (২/১৮)। দলের রান তখন চার উইকেটে ৪২। জসপ্রীত বুমরার বাউন্সারে আন্দ্রে রাসেল আউট হওয়ার সময় নাইটদের স্কোর ছিল ৬১/৫। রানরেট ছয়েরও কম। ম্য্যাচ কার্যত ওখানেই শেষ হয়ে গিয়েছিল। তবুও যে কেকেআর ১৪৯ রানে পৌঁছতে পারল তার নেপথ্যে প্যাট কামিন্স এবং অধিনায়ক মর্গ্যানের জুটি। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে দু’জনে যোগ করেন ৫৬ বলে ৮৭ রান। মর্গ্যান (২৯ বলে ৩৯ অপরাজিত) ‘শিট অ্যাঙ্কর’-এর ভূমিকা নিয়ে্ছিলেন। উল্টোদিকে, কামিন্স চেষ্টা করছিলেন রানরেট চাঙ্গা করতে। শেষপর্যন্ত ৩৬ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি।

নাইটদের ইনিংসের শেষদিকে বুমরার বলে কামিন্সের ক্যাচ ফস্কেছিলেন কুইন্টন ডি কক। কিন্তু তার প্রায়শ্চিত্ত করতে যে প্রোটিয়া উইকেটরক্ষন এমন উঠপড়ে লাগবেন, তা আন্দাজ করতে পারেননি মর্গ্যানরা। মাত্র ২৫ বলে পূর্ণ করলেন অর্ধশতরান। শেষপর্যন্ত ৪৪ বলে ৭৮ রান করে অপরাজিত থাকলেন এদিনের ম্যাচসেরা। রোহিত শর্মা (৩৬ বলে ৩৫) বরং কিছুটা গুটিয়ে থাকলেন বরুণ চক্রবর্তীদের (১/২৩) সামনে। ব্যর্থ সূর্যকুমার যাদব (১০ বল ১০)। ডি ককের সঙ্গে শেষ কাজটুকু সারতে সমস্যায় পড়েননি হার্দিক পাণ্ড্য (১১ বলে ২১ অপরাজিত)।

ম্যাচের পর বিমর্ষ মর্গ্যান বলছেন, “আমরা কোনও লড়াই-ই করতে পারিনি। বোলারদের রসদ যোগানোর মতো কিছু রান তুলেছিলাম। কিন্তু যেভাবে মুম্বই ইন্ডিয়ান্স ব্যাট করা শুরু করল, তাতে ওদের আটকানো কঠিন ছিল।“ এদিন নিজে পরে নেমে কার্তিককে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন নাইট অধিনায়ক। সেই প্রসঙ্গে বলছেন, “আমাদের মিডল অর্ডার যথেষ্ট অভিজ্ঞ। সকলেই নিজের সাধ্যমতো চেষ্টা করেছে। কিন্তু কিছুই কাজে লাগল না।“

     

বিজ্ঞাপন

Goto Top