সৌরভ-জমানায় কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন পাক পেসার
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কএই মূহুর্তে আরব আমিরশাহীতে চলছে বিশ্বের সেরা টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা আইপিএল। এরই মাঝে সবধরণের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পাকিস্তানি পেসার উমর গুল। প্রথম আইপিএলে যিনি কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলেছিলেন।
২০০৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন গুল। নিজের প্রথম দুই বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন। তবে প্রথম নজর কাড়েন ২০০৪-০৫ সালে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। যার নেপথ্যে ছিল গতি, সুইং এবং বাউন্সের দুর্দান্ত মিশেল। ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসের পরে তিনি ছিলেন পাকিস্তানের প্রধান ভরসা।
যদিও চোট-আঘাত তাঁর আন্তর্জাতিক কেরিয়ারকে বারবার সমস্যায় ফেলেছে। তবুও ১৩০ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৭৯ টি উইকেট নিয়েছেন গুল। টি-২০ ম্যাচেও ৮৫ টি উইকেট রয়েছে তাঁর। মূলত সাদা বলের ক্রিকেটার হিসাবে পরিচিত হলেও তিনি পাকিস্তানের হয়ে ৪৭ টি টেস্ট খেলেছেন গুল যেখানে তাঁর শিকারের সংখ্যা ১৬৩।
শুক্রবার বালুচিস্তানের হয়ে ম্যাচ খেলে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন ৩৬ বছর বয়সী গুল।