• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

কোহলিদের জয় আনলেন বিধ্বংসী এবি

রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারাল আরসিবি

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

দুবাই স্পোর্টস কমপ্লেক্সের গ্যালারিতে তখন একের পর এক ছক্কা আছড়ে পড়ছে। আর ড্রেসিংরুমের জানলা থেকে উঁকি দিচ্ছেন বিরাট কোহলি। তবে কি হয়ে যাবে? আরও একবার কি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে অভাবিত জয় এনে দেবেন এবি ডে ভিলিয়ার্স? কোহলি যখন আউট হন তখন রাজস্থান রয়্যালসকে হারাতে আরসিবি-র প্রয়োজন ছিল ৪১ বলে ৭৬ রান। ডিএসসি-র শুকোতে থাকা উইকেটে যা মোটেই সহজ ছিল না। কিন্তু এবিডি আর কবে পিচের পরোয়া করেছেন? ২২ বলে ৫৫ রানের বিধ্বংসী ইনিংসে তিনিই গড়লেন জয়ের রাস্তা। নিট ফল, রাজস্থানের ছুঁড়ে দেওয়া ১৭৮ রানের লক্ষ্য ১৯.৪ ওভারেই হাসিল করল আরসিবি। জিতল সাত উইকেটে।

রবিন উত্থাপ্পা (২২ বলে ৪১) ও স্টিভ স্মিথের (৩৬ বলে ৫৭) ঝোড়ো ব্যাটিং কাজে লাগাতে পারেনি রাজস্থান রয়্যালস যার বড় কারণ বেন স্টোকস (১৯ বলে ১৫) ও জস বাটলারের (২৫ বলে ২৪) মন্থর ব্যাটিং। রাজস্থানকে ১৮০-র কমে আটকে রাখতে বড় ভূমিকা নেন ক্রিস মরিস (৪/২৬) ও যুজবেন্দ্র চাহল (২/৩৪)।

অ্যারন ফিঞ্চ (১১ বলে ) আউট হওয়ার পর দেবদত্ত পাড়িক্কল (৩৭ বলে ) এবং কোহলি (৩২ বলে ) ইনিংসের হাল ধরেছিলেন। দ্বিতীয় উইকেটে দু’জনে যোগ করেন ৫৭ বলে ৭৯ রান। পরপর দু’বলে পাড়িক্কল ও কোহলিকে আউট করে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল রাজস্থান। কিন্তু ছ’টি ছক্কা হাঁকিয়ে সে আশায় জল ঢেলে দেন এবিডি।

এদিনের জয়ের ফলে ন’ম্যাচে আরসিবি-র পয়েন্ট দাঁড়াল ১২। যা তাদের প্লে-অফে ওঠার রাস্তা অনেকটাই পরিষ্কার করে দিল।  

     

বিজ্ঞাপন

Goto Top