সব প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব নয়, ইঙ্গিত সৌরভের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআগামী বছরের প্রথম দিন থেকেই শুরু হতে পারে রঞ্জি ট্রফি। শনিবার এমনই ইঙ্গিত দিলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন সন্ধেবেলায় বৈঠকে বসেছিল বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিল। আলোচ্য বিষয় ছিল ঘরোয়া মরশুমের সূচি চূড়ান্ত করা। সেই বৈঠকের পর দুবাই থেকে সৌরভ জানিয়েছেন, “ঘরোয়া ক্রিকেট নিয়ে বিশদে আলোচনা হয়েছে। আপাতত ঠিক হয়েছে, ২০২১-এর ১ জানুয়ারী থেকে শুরু হবে ঘরোয়া মরশুম। রঞ্জি ট্রফির সূচিতে কোনও কাটছাঁট হবে না। তবে সমস্ত প্রতিযোগিতা আয়োজন করা হয়তো এবার সম্ভব হবে না।“ মার্চের মধ্যেই শেষ হবে রঞ্জি ট্রফি। অন্যান্য প্রতিযোগিতাগুলি শেষ করা হবে এপ্রিলের মধ্যে। বয়সভিত্তিক প্রতিযোগিতা এবং মেয়েদের ক্রিকেট নিয়েও আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।
শোনা যাচ্ছে, করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবার বেশকিছু নিয়ম বদল করতে চলেছে বোর্ড। সেক্ষেত্রে ‘হোম’ এবং ‘অ্যাওয়ে’ ম্যাচের নিয়ম পাল্টাবে। সূত্রের খবর, প্লেট গ্রুপের ম্যাচগুলি হতে পারে পন্ডিচেরিতে। এলিট গ্রুপের ম্যাচগুলি হতে পারে কলকাতা, ধর্মশালা, চেন্নাই, বেঙ্গালুরুর মতো কেন্দ্রগুলিতে। সেক্ষেত্রে এক-একটি কেন্দ্রে কয়েকটি দল তাদের সবক’টি ম্যাচ খেলবে। ফলে, যেসব শহরে বোর্ড অনুমোদিত একাধিক মাঠ রয়েছে সেসব কেন্দ্রেই রঞ্জি ট্রফির ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। যাতে একইসঙ্গে একাধিক ম্যাচ আয়োজন করা যায়।