কুঁচকিতে চোট ব্রাভোর; জঘন্য ফিল্ডিং-এর খেসারত দিয়ে হারল চেন্নাই
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কব্যক্তিগত ২৫ রানের মাথায় ডিপ স্কোয়্যার লেগে তাঁর ক্যাচ ফেললেন দীপক চাহর। পরের বলেই শর্ট থার্ড ম্যানে ফের তাঁর ক্যাচ ফস্কালেন শেন ওয়াটসন। ৫০ রানের মাথায় তাঁর ক্যাচ ফেললেন খোদ মহেন্দ্র সিং ধোনি। আর ৭৯ রানের মাথায় তাঁর যে ক্যাচ আম্বাতি রায়ুডু ছাড়লেন তা দেখে সুনীল গাভাসকর বলছেন, “১০ বারের মধ্যে ১১ বার এই ক্যাচ ধরা উচিৎ।“
এভাবে চারবার জীবন পেয়েই টি-২০ কেরিয়ারে নিজের প্রথম শতরান করে নিলেন শিখর ধাওয়ান। জঘন্য ফিল্ডিং-এর খেসারত দিয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাঁচ উইকেটে হারল চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৭৯ রান তুলেছিল চেন্নাই। জবাবে এক বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।
ম্যাচের তৃতীয় বলেই স্যাম কারানকে (০) ফিরিয়ে দিয়েছিলেন তুষার দেশপাণ্ডে। দ্বিতীয় উইকেটে ৬৭ বলে ৮৭ রান যোগ করেন ফ্যাফ দু প্লেসি (৪৭ বলে ৫৮) এবং শেন ওয়াটসন (২৮ বলে ৩৬)। ব্যর্থ ধোনি (৫ বলে ৩)। শেষ ২১ বলে ৫০ রান যোগ করে চেন্নাইকে ১৮০-র দোরগোড়ায় পৌঁছে দেন রায়ুডু (২৫ বলে ৪৫ অপরাজিত) এবং রবীন্দ্র জাদেজা (১৩ বলে ৩৩ অপরাজিত)।
দিল্লিও ইনিংসের দ্বিতীয় বলেই পৃথ্বী শ’-র (০) উইকেট হারায়। এই নিয়ে পরপর দু’ইনিংসে কোনও রান না করেই ফিরলেন পৃথ্বী। ফের ব্যর্থ অজিঙ্ক রাহানে (১০ বলে ৮)। শিখরকে কিছুটা সঙ্গ দেন অধিনায়ক শ্রেয়স আইয়ার (২৩ বলে ২৩) এবং মার্কাস স্টয়নিস (১৪ বলে ২৪)। রান পাননি অ্যালেক্স কেরিও (৭ বলে ৪)। শেষ ১১ বলে জেতার জন্য ২১ রান প্রয়োজন ছিল দিল্লির। ক্রিজে এসেই তিনটি ছক্কা হাঁকিয়ে দলকে লক্ষ্যে পৌঁছে দেন অক্ষর পটেল (৫ বলে ২১ রান)। চেন্নাইয়ের পক্ষে বল হাতে সফল চাহর (২/১৮)।
এদিনের জয় ১৪ পয়েন্টে পৌঁছে দিল দিল্লিকে। প্লে-অফে তাদের জায়গা প্রায় নিশ্চিত।
এদিন ম্যাচের শেষ ওভারে জাদেজাকে বল করতে এনেছিলেন ধোনি। যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। দলে ডোয়েন ব্রাভো থাকতে কেন জাদেজাকে বল করতে আনলেন ধোনি? ম্যাচের শেষে মাহি জানিয়েছেন, “ব্রাভো বল করার মতো ফিট ছিল না।“ আর সাংবাদিক সম্মেলনে চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, “ব্রাভোর ডানদিকের কুঁচকিতে চোট রয়েছে। হয়তো কয়েকদিন বা দু’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ওকে।“ তবে জানা গিয়েছে, শুক্রবার থেকেই এই চোট ভোগাচ্ছিল ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। তা সত্ত্বেও কেন শনিবার খেলানো হল ব্রাভোকে? প্রশ্নের তির চেন্নাই টিম ম্যানেজমেন্টের দিকে। প্রসঙ্গত, এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে হাঁটুতে চোট পেয়েছিলেন ব্রাভো। সেই চোট নিয়েই তিনি এসেছিলেন আইপিএলে। তার জেরেই প্রথম কয়েক ম্যাচে খেলতে পারেননি।
পরবর্তী ম্যাচগুলির জন্য ব্রাভোর বদলি হিসাবে উঠে আসছে মিচেল স্যান্টনার এবং ইমরান তাহিরের নাম। কিন্তু তাঁরা কেউই সিমিং অলরাউন্ডার নন। সবমিলিয়ে ধোনির কপালে চিন্তার ভাঁজ ক্রমশই গভীর হচ্ছে।