বদলি হিসাবে নজর কাড়ছেন স্পিনিং অলরাউন্ডার
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক“অক্ষর আমাদের দলের সম্পদ। এরকম মানের একজন অলরাউন্ডারের দলে থাকা বড় ফারাক গড়ে দেয়।“ চেন্নাই সুপার কিংসকে হারানোর পর সতীর্থ অক্ষর পটেল সম্পর্কে এমনই ভূয়সী প্রশংসা করেছেন ম্যাচের সেরা শিখর ধাওয়ান। শুধু শিখরই নন, শনিবারের ম্যাচে অক্ষরের পারফরম্যান্সে অনেকেই চমকিত। বল হাতে চার ওভারে মাত্র ২১ রান খরচ করেছিলেন। তারপর ব্যাট হাতে মাত্র পাঁচ বলে ২১ রান। যাতে রয়েছে তিনটি ছক্কা।
অথচ প্রথম একাদশে মোটেই ‘অটোম্যাটিক চয়েস’ ছিলেন না অক্ষর। অমিত মিশ্র চোট পেয়ে ছিটকে যাওয়ার পর সুযোগ পাচ্ছেন। আর তা কাজে লাগাচ্ছেন পুরোদমে। এখনও পর্যন্ত চলতি আইপিএলে সাতটি উইকেট পেয়েছেন। দিল্লির প্লে-অফ খেলা একরকম নিশ্চিত। সেক্ষেত্রে অক্ষরের শিকারের সংখ্যা ১৫-তেও পৌঁছতে পারে।
গত মরশুমে মাত্র ১০ উইকেট পেয়েছিলেন অক্ষর। উইকেট প্রতি রান দিয়েছিলেন বেশি। কিন্তু আঁটোসাঁটো বোলিং করেছিলেন। আর আপাতত যে ফর্মে রয়েছেন তাতে দলের অবিচ্ছেদ্য অংশ হওয়া শুধু সময়ের অপেক্ষা।