• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

প্রাক্তন মহিলা ক্রিকেটারদের জন্য মেডিক্যাল স্কিম সিএবি-র

ভারতের প্রথম রাজ্য ক্রিকেট সংস্থা হিসাবে এমন উদ্যোগ

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

প্রাক্তন মহিলা ক্রিকেটারদের পাশে দাঁড়াল সিএবি। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থাই ভারতের প্রথম রাজ্য ক্রিকেট সংস্থা যারা প্রাক্তন মহিলা ক্রিকেটারদের একটি বিশেষ মেডিক্যাল স্কিমের অন্তর্ভুক্ত করেছে এই স্কিম অনুযায়ী, ৬০ বছরের উর্দ্ধে ৩২ জন মহিলা ক্রিকেটারকে প্রতি মাসে বিশেষ সহায়তা প্রদান করা হবে

ভারতের ঘরোয়া ক্রিকেটে প্রায়শই উপেক্ষিত থেকেছেন মহিলা খেলোয়াড়রা। সেক্ষেত্রে সিএবি-র এমন পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, আগস্ট মাসের শেষ থেকেই সিএবি এই বিষয়ে চিন্তা-ভাবনা করছিল

     

বিজ্ঞাপন

Goto Top