প্লে-অফের দৌড় থেকে দূরে সরছে চেন্নাই সুপার কিংস
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কতিনবারের আইপিএল চ্যাম্পিয়ন। আইপিএলের ইতিহাসে সফলতম দল। দু’বছরের নির্বাসন বাদ দিলে প্রতিবার আইপিএলের প্লে-অফ খেলেছে। নেতৃত্বে আইসিসি-র সমস্ত ট্রফিজয়ী অধিনায়ক। অথচ সেই দলকেই কিনা লড়তে হচ্ছে যাতে ‘লাস্ট বয়’ না হতে হয় তার জন্য! এমনই ঘটনার সাক্ষী থাকল সোমবারের আবু ধাবি। রবিবার পর্যন্ত যে রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবলে সবার শেষে ছিল, তারাই সাত উইকেটে হারাল মহেন্দ্র সিং ধোনি-খচিত চেন্নাই সুপার কিংসকে। আর ম্যাচ হেরে ধোনিরা চলে গেলেন পয়েন্ট টেবলের তলানিতে।
টস জেতার কোনও সুবিধাই কাজে লাগাতে পারেনি চেন্নাই। ১০ ওভার শেষে দলের রান ছিল চার উইকেটে ৫৬। ততক্ষণে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন ফ্যাফ দু প্লেসি (৯ বলে ১০), শেন ওয়াটসন (৩ বলে ৮), স্যাম কারান (২৫ বলে ২২) এবং আম্বাতি রায়ুডু (১৯ বলে ১৩)। পঞ্চম উইকেটে ধোনি এবং রবীন্দ্র জাদেজা ৫১ রান যোগ করলেও রানরেট বাড়েনি। ২৮ বলে ২৮ রান করে রান আউট হন ধোনি। জাদেজা (৩০ বলে ৩৫ অপরাজিত) শেষদিকে চালিয়ে খেলেছিলেন। কিন্তু ১২৫ রানের বেশি তুলতে পারেনি চেন্নাই। ধোনিদের অল্প রানে বেঁধে রাখতে বড় ভূমিকা নেন রাজস্থানের দুই লেগস্পিনার শ্রেয়স গোপাল (১/১৪) এবং রাহুল তেওয়াটিয়া (১/১৮)।
মাত্র ২৮ রানের মধ্যে রাজস্থানের তিন উইকেট তুলে নিয়ে জমজমাট ম্যাচের ইঙ্গিত দিয়েছিলেন দীপক চাহর (২/১৮), জশ হ্যাজেলউডরা (১/১৯)। কিন্তু জস বাটলারের (৪৮ বলে ৭০ অপরাজিত) মারমুখী ব্যাটিং-এর সামনে সেই লড়াই স্থায়ী হয়নি। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ৭৮ বলে ৯৮ রান যোগ করেন বাটলার এবং অধিনায়ক স্টিভ স্মিথ (৩৪ বলে ২৬ অপরাজিত)। ১৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান।