• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বাটলারকে জার্সি উপহার দিলেন ধোনি

স্ট্র্যাটেজিতে গলদ ছিল, মানছেন চেন্নাই অধিনায়ক

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

চেন্নাই সুপার কিংসের ছুঁড়ে দেওয়া ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল রাজস্থান রয়্যালস। সেখান থেকে ৪৮ বলে ৭০ রানের অসাধারণ ইনিংস খেলে রাজস্থানকে জয়ের রাস্তা দেখিয়েছেন জস বাটলার। জিতে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। তারপরেই তাঁকে নিজের সাত নম্বর জার্সি উপহার দিয়েছেন বিপক্ষ অধিনায়ক।

মহেন্দ্র সিং ধোনির কাছ থেকে এই বিশেষ উপহার পেয়ে আপ্লুত বাটলার। মাহির সাত নম্বর জার্সি হাতে নিজের ছবিও টুইটারে পোস্ট করেছেন ব্রিটিশ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

এদিকে, ম্যাচ হেরে কার্যত প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে চেন্নাই। যার জেরে ধোনি বলছেন, “ক্রিকেটে সবসময় সবকিছু পরিকল্পনামাফিক হয় না। পিচে ফাস্ট বোলাররা সুবিধা পাচ্ছিল। তাই ফাস্ট বোলারদের উপরেই ভরসা করেছিলাম। মনে হয়েছিল, স্পিনাররা এই পিচে বিশেষ সুবিধা করতে পারবে না। কিন্তু ক্রিকেটে সবকিছু নিজের ভাবনা অনুযায়ী চলে না। স্বীকার করছি, স্ট্র্যাটেজিতে গলদ ছিল। সামনের ম্যাচগুলিতে জেতার জন্যই মাঠে নামব। রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটারদের পরখ করে নেওয়া হতে পারে।“

রাজস্থান রয়্যালসের কাছে হেরে প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে গেলেও এদিন নজির গড়লেন ধোনি। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে ২০০ ম্যাচ খেললেন তিনি।

     

বিজ্ঞাপন

Goto Top