বল হাতে নজর কাড়লেন শামি
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কওপেনার হিসাবে ভারতীয় দলে আর ‘অটোম্যাটিক চয়েস’ নন তিনি। টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-২০ মাচে তাঁর জায়গা দখল করে নিয়েছেন রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, কে এল রাহুলরা। এই পরিস্থিতিতেও ‘আইপিএলে পারফর্ম করে ভারতীয় দলে ফিরতে চাই’-মার্কা কোনও বিবৃতি দেননি তিনি। কথা যা বলার বলছেন ব্যাট দিয়েই। প্রথম কয়েক ম্যাচে ভুগছিলেন ধারাবাহিকতার অভাবে। কিন্তু আইপিএলের দ্বিতীয়ার্ধে মারকাটারি ফর্মে শিখর ধাওয়ান। চেন্নাই সুপার কিংস ম্যাচে অপরাজিত ১০১ রানের পর কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধেও অপরাজিত ১০৬। তাও মাত্র ৬১ বলে। পরপর দু’ম্যাচে শতরান। আইপিএলের ১৩ মরশুমে যা কেউ করে দেখাতে পারেননি। মঙ্গলবারের ইনিংস চলতি আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে তুলে আনল শিখরকে (৪৬৫)। তার চেয়ে এগিয়ে রয়েছেন শুধু কে এল রাহুল (৫৪০)।
তবে এদিন শিখরের শতরানও জেতাতে পারল না দিল্লি ক্যাপিটালসকে। শিখর ছাড়া কেউ বলার মতো রান পাননি। ডেথ ওভারে দুরন্ত বোলিং করে আরও একবার নজর কাড়লেন মহম্মদ শামি (২/২৮)। ধারাবাহিকভাবে ইয়র্কার ব্যবহার করে বারবার বেকায়দায় ফেললেন ব্যাটসম্যানদের। যে প্রসঙ্গে পাঞ্জাব অধিনায়ক রাহুলও বলছেন, “প্রতিযোগিতা যত এগোচ্ছে তত ধারালো হয়ে উঠছে শামি।“
১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে এক ওভার বাকি থাকতেই জিতে গেল পাঞ্জাব। দলের পক্ষে সর্বোচ্চ রান নিকোলাস পুরানের (২৮ বলে ৫৩)। এছাড়া, রান পেয়েছেন ক্রিস গেইল (১৩ বলে ২৯) এবং গ্লেন ম্যাক্সওয়েল (২৪ বলে ৩২)। কাগিসো রাবাদা (২/২৭), রবিচন্দ্রন অশ্বিন (১/২৭), অক্ষর পটেলরা (১/২৭) মিলেও পাঞ্জাবের জয় আটকাতে পারেননি।
এদিনের ম্যাচ জিতলেই প্লে-অফে জায়গা পাকা হয়ে যেত দিল্লির। কিন্তু আপাতত অপেক্ষা করতে হচ্ছে তাদের। অন্যদিকে, টানা তিন ম্যাচ জিতে প্লে-অফে ওঠার আশা এখনও জিইয়ে রাখল পাঞ্জাব।