• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

করোনার জেরে বন্ধ বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ শিবির

আক্রান্ত ১৫ জন খেলোয়াড়

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

করোনার জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁদের অনূর্ধ্ব-১৯ দলের শিবির বন্ধ করে দিতে বাধ্য হল প্রায় ১৫ জন ক্রিকেটার কোভিডে আক্রান্ত বা উপসর্গযুক্ত এই পরিস্থিতিতে শিবির পরিচালনা করা কার্যত অসম্ভব।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে খালেদ মামুদ জানিয়েছেন, একাধিক খেলোয়াড়ের মধ্যে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তাঁরা শিবির বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। তাছাড়া, অনূর্ধ্ব- এশিয়া কাপ স্থগিত হয়ে গিয়েছে। ফলে এই মুহূর্তে বোর্ড শিবিরের প্রয়োজনীয়তা নেই এছাড়া, অনেকেই একমাসের লম্বা শিবির থেকে ফিরেছেন। ফলে তাঁরা যথেষ্ট ক্লান্ত। এই অবস্হায় খেলোয়াড়দের কিছুটা বিশ্রাম দেওয়াই শ্রেয় বলে মনে করছে বিসিবি।

     

বিজ্ঞাপন

Goto Top