টেস্ট ম্যাচ পেতে পারে ইডেন
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআগামী জানুয়ারিতে ভারত সফরে আসছে ইংল্যান্ড। টেস্ট সিরিজের দিন-রাতের ম্যাচটি হবে আহমেদাবাদের মোতেরায়। গত কয়েক বছরে ঢেলে সাজানো হয়েছে সর্দার পটেল স্টেডিয়ামকে। যার আসনসংখ্যা এখন এক লক্ষ ১০ হাজার। চলতি বছরের ফেব্রুয়ারিতে এটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের তকমাও পেয়েছে। বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামগুলির মধ্যেও দ্বিতীয় স্থানে রয়েছে মোতেরা।
মঙ্গলবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, “আহমেদাবাদেই অনুষ্ঠিত হবে ইংল্যান্ড সিরিজের দিন-রাতের টেস্ট।“ টেস্ট সিরিজের অন্যান্য কেন্দ্র হিসাবে ঘোরাফেরা করছে ধর্মশালা ও ইডেনের নাম। তবে সৌরভ বলছেন, বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত হয়নি। তাঁর কথায়, “প্রাথমিকভাবে কিছু পরিকল্পনা হয়েছে। তবে হাতে এখনও চার মাস সময় রয়েছে। তার আগে অস্ট্রেলিয়া সফর রয়েছে। তার দল নির্বাচন আগামী কয়েকদিনের মধ্যেই হবে।“
প্রসঙ্গত, ইডেনে গত বছর বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের প্রথম দিন-রাতের টেস্ট খেলেছিল ভারত। ভারতের মাটিতে দ্বিতীয়বার দিন-রাতের টেস্ট হতে চলেছে মোতেরায়। ওয়াকিবহাল মহলের ধারণা, আহমেদাবাদে দিন-রাতের টেস্ট আয়োজন করার ক্ষেত্রে মূলত দু’টি কারণ রয়েছে। প্রথমত, পশ্চিম ভারতে সূর্যাস্ত হয় দেরিতে। দ্বিতীয়ত, আসনসংখ্যা বেশি হওয়ায় শারীরিক দূরত্ব বজায় রেখে দর্শক বসানোর ব্যবস্থা করা যেতে পারে। যদিও স্টেডিয়ামে দর্শকদের ঢোকা নিয়ে এখনও সুস্পষ্ট কোনও ইঙ্গিত দেয়নি কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, কিছুদিন আগে শোনা গিয়েছিল, করোনা অতিমারির জেরে আইপিএলের মতো ইংল্যান্ড সিরিজও আয়োজন করা হতে পারে সংযুক্ত আরব আমিরশাহীতে। কিন্তু মঙ্গলবার সৌরভের কথায় স্পষ্ট, দেশের মাটিতেই অনুষ্ঠিত হবে ইংল্যান্ড সিরিজ।