• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অস্ট্রেলিয়া যাচ্ছে ৩২ সদস্যের ভারতীয় দল

পরিবারকে সঙ্গে নিতে পারবেন না ক্রিকেটাররা, ফরমান বোর্ডের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

যে কোনও সফরে এক-একটি সিরিজের জন্য ১৬ বা ১৭ জনের দল ঘোষণা করে বিসিসিআই। টেস্ট সিরিজ শেষে কিছু ক্রিকেটার ফিরে আসেন দেশে। তাঁদের বদলে যোগ দেন সীমিত ওভারের বিশেষজ্ঞ ক্রিকেটাররা। কিন্তু করোনার আবহে সেই রীতিতে এবার বদল আনতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা। বোর্ডের একটি সূত্র জানাচ্ছে, করোনার আবহে এবার সব ক্রিকেটারদেরই অস্ট্রলিয়া পৌঁছে কোয়্যারান্টাইনে থাকতে হবে। ফলে, টেস্ট বিশেষজ্ঞ বা সীমিত ওভারের বিশেষজ্ঞ ক্রিকেটারদের আলাদা করে অস্ট্রেলিয়া পাঠালে তাঁরা কোয়্যারান্টাইনে থাকার পর্যাপ্ত সময় পাবেন না। তাই একেবারে ৩২ সদস্যের দল বেছে নেওয়া হবে স্যার ডনের দেশে সফরের জন্য। যাতে করোনা বা চোটের কারণে কোনও ক্রিকেটারকে পাওয়া না গেলে হাতে যথেষ্ট বিকল্প মজুত থাকে। তবে যেহেতু সীমিত ওভারের সিরিজ আগে খেলা হবে সেহেতু যে ক্রিকেটাররা টেস্ট সিরিজে অংশ নেবেন না তাঁরা টেস্ট সিরিজের আগেই দেশে ফিরে আসবেন।

পরিকল্পনা বাস্তবায়িত করতে সংযুক্ত আরব আমিরশাহী পাঠানো হবে চেতেশ্বর পুজারা, হনুমা বিহারীর মতো টেস্ট বিশেষজ্ঞদের। আরব মুলুকে তাঁদের জন্য প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করা হবে। তারপর তাঁরা দুবাই থেকে বিরাট কোহলিদের সঙ্গেই অস্ট্রেলিয়ার উড়ান ধরবেন। দলের সদস্যসংখ্যা বেশি হওয়ার ফলে অস্ট্রেলিয়ায় কোয়্যারান্টাইনে থাকাকালীন নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা। ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ মিলিয়ে অন্তত ৫০ জন অস্ট্রেলিয়া রওনা হবেন, জানাচ্ছে বোর্ডের একটি সূত্র। এভাবে জৈব সুরক্ষাবলয় না ভেঙেই অস্ট্রেলিয়া পৌঁছতে পারবেন কোহলিরা।

প্রসঙ্গত, দু’মাসের অস্ট্রেলিয়া সফরে তিনটি টি-২০ আন্তর্জাতিক, তিনটি একদিনের আন্তর্জাতিক এবং চারটি টেস্ট ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। যার জন্য চলতি সপ্তাহেই দল নির্বাচন করা হবে।

২০১৪ সালের অস্ট্রেলিয়া সফরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল অনুষ্কা শর্মার উদ্দেশ্যে বিরাট কোহলির উড়ন্ত চুম্বন। কিন্তু এবার সেরকম কোনও ফ্রেম তৈরি হওয়ার সভাবনা নেই। কারণ, বোর্ড ফরমান জারি করেছে, এবার ক্রিকেটাররা তাঁদের পরিবারকে সঙ্গে নিতে পারবেন না। সুরক্ষাব্যবস্থা আঁটোসাঁটো রাখতেই এমন সিদ্ধান্ত। ফলে, আইপিএল শেষ হলে দুবাই থেকে দেশে ফেরার বিমান ধরতে হবে অনুষ্কাদের।

     

বিজ্ঞাপন

Goto Top