• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

নাইটদের দুমড়ে দিলেন বিধ্বংসী সিরাজ

আইপিএলে নিজেদের দ্বিতীয় সর্বনিম্ন রান কেকেআরের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

মুম্বই ইন্ডিয়ান্সের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও কি নাইটদের নেমেসিস হয়ে উঠছে? বুধবারের আবু ধাবি অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। ২০ ওভারের ম্যাচের চিত্রনাট্য লেখা হয়ে গেল প্রথম ২১ বলেই। তখনই নাইটদের স্কোর ছিল ১৪/৪। যার নেপথ্যে থাকল মহম্মদ সিরাজের দুর্দান্ত স্পেল। প্রথম দু’ওভারই মেডেন নিলেন। আইপিএলের ইতিহাসে প্রথমবার যা করে দেখালেন কোনও বোলার। আর সেই দু’ওভারেই তুলে নিলেন তিন উইকেট। নিজের প্রথম ওভারেই পরপর দু’বলে ফেরালেন রাহুল ত্রিপাঠী (১) এবং নীতিশ রানাকে (০)। পরের ওভারে তুলে নিলেন টম ব্যান্টনকেও (১০)। তাঁর এদিনের বোলিং বিশ্লেষণ ৪-২-৮-৩। চলতি আইপিএলে দীনেশ কার্তিক লেগস্পিনারদের প্রিয় খাদ্যে পরিণত হয়েছেন। এদিনও তাঁকে ফেরালেন যুজবেন্দ্র চাহল (২/১৫)। অধিনায়ক ইয়ন মর্গ্যানের ৩০ রান না হলে হয়তো আইপিএলের সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড এদিনই নাইটদের নামের পাশে বসে যেত। শেষমেশ যে কেকেআর আট উইকেটে ৮৪ রান তুলতে পারল তার পিছনে কিছুটা অবদান থাকল লকি ফার্গুসন (১৬ বলে ১৯ অপরাজিত) এবং কুলদীপ যাদবের (১২)। চার ওভার মেডেন নিলেন ব্যাঙ্গালোর বোলাররা।

৮৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে গিয়ে কোনও সমস্যাতেই পড়েনি আরসিবি। অ্যারন ফিঞ্চ (১৬) এবং দেবদত্ত পাড়িক্কল (২৫) বড় রান না পেলেও ব্যাঙ্গালোরকে বিপদে পড়তে দেননি গুরকিরাত সিং (২১ অপরাজিত) এবং অধিনায়ক বিরাট কোহলি (১৮ অপরাজিত)। অল্প রানের পুঁজি নিয়েও লড়াই করলেন ফার্গুসন (১/১৭)। তবে কুলদীপকে আক্রমণেই নিয়ে আসেননি মর্গ্যান।

নিট ফল, প্রথম লেগে ব্যাঙ্গালোরের কাছে ৮২ রানে হারের পর ফিরতি ম্যাচেও সাত উইকেটে হারল নাইটরা। তাও ৩৯ বল বাকি থাকতে। বুধবারের হারের জেরে ১০ ম্যাচে ১০ পয়েন্টেই থাকল নাইটরা। বাকি চার ম্যাচের মধ্যে তিনটিতে জিততে পারলে তবে প্লে-অফের দরজা খুলবে মর্গ্যানদের সামনে। অন্যদিকে, ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে নিজেদের জায়গা প্রায় পাকা করে ফেললেন বিরাট কোহলিরা।

     

বিজ্ঞাপন

Goto Top