• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

মাদিবাকে ধন্যবাদ দিচ্ছেন রাবাদা

‘মানুষের অধিকার সুনিশ্চিত করতে হবে’

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বছর সাতেক আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ মানুষের কাছে এখনও তিনি আইকন। যার নবতম নিদর্শন কাগিসো রাবাদা। চলতি আইপিএলে দুরন্ত ফর্মে থাকা প্রোটিয়া পেসার বলছেন, “গোটা পৃথিবীতে এবং বিশেষত দক্ষিণ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলার বিরাট অবদান রয়েছে। স্বাধীনতা মানু্ষের ন্যূনতম চাহিদা। তার জন্যই লড়াই করেছিলেন ম্যান্ডেলা। কোনও মানুষের যাতে নিজেকে খাটো না মনে হয় তা সুনিশ্চিত করা জরুরি। চিন্তার স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন ক্রীড়াবিদ হিসাবে নিজের মঞ্চকে ব্যবহার করে সেই বার্তাই ছড়িয়ে দিতে চাই। ক্রিকেট আমাকে সেই মঞ্চ দিয়েছে। সামাজক দায়িত্বও রয়েছে আমার। সঠিক কারণের জন্য আমাকে লড়াই করতে হবে। কিন্তু আমার মতামত কারওর উপর চাপিয়ে দেব না। তবে ক্রিকেটের মঞ্চে এবং রাজনৈতিক ক্ষেত্রে আমার মতামত অবশ্যই দেব। মানুষের সম্মান সুনিশ্চিত করতে হবে।“

প্রসঙ্গত, জর্জ ফ্লয়েড-কাণ্ডের পর গোটা পৃথিবীতে স্লোগান উঠেছিল ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’। তার জেরে ইংল্যান্ড সফরে গিয়ে এক হাঁটু গেড়ে প্রতিবাদ করার রেওয়াজ শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। এই পরিস্থিতিতে রাবাদার এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

     

বিজ্ঞাপন

Goto Top