• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইপিএল ২০২০ থেকে বিদায় ধোনিদের

দুরন্ত বোল্ট; চেন্নাইকে ১০ উইকেটে দুরমুশ করল মুম্বই

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

তিনবারের চ্যাম্পিয়ন। গত ১২ বারই আইপিএলের প্লে-অফে হাজির থেকেছে চেন্নাই সুপার কিংস। যে রেকর্ড আর কোনও দলের নেই। কিন্তু ১৩ নম্বর আইপিএল সত্যিই ‘অপয়া’ হয়ে দেখা দিল মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোং-এর কাছে। চলতি আইপিএলে নিজেদের ১১ তম ম্যাচে অষ্টম হার হজম করে এবারের মতো আইপিএল থেকে বিদায় নিলেন ধোনিরা। বাকি তিনটি ম্যাচ জিতলেও চেন্নাইয়ের পয়েন্ট দাঁড়াবে ১২। যা দিয়ে প্লে-অফে ওঠা অসম্ভব।

বিদায়ঘণ্টা কি বেজে গেল ‘ক্যাপ্টেন কুল’-এরও? প্রশ্ন উঠেছে শুক্রবারের শারজায়। অধিনায়ক ধোনির ক্যাবিনেটে যে তিনটি আইসিসি ট্রফি শোভা পাচ্ছে তার প্রত্যেকটির ফাইনালেই জ্বলে উঠেছিলেন মাহি। ২০০৭-এর টি-২০ বিশ্বকাপ ফাইনাল এবং ২০১৩-এর চ্যাম্পিয়নস ট্রফি দলকে জিতিয়েছিলেন ক্ষুরধার ক্রিকেট-মস্তিষ্ককে কাজে লাগিয়ে। ২০১১ বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন রূপকথা হয়ে যাওয়া ইনিংস। আইপিএলের মঞ্চেও অসংখ্যবার চেন্নাইকে জয়ের রাস্তা দেখিয়েছে অধিনায়ক ধোনির ধুরন্ধর নেতৃত্ব এবং চওড়া ব্যাট। কিন্তু আইপিএল ২০২০-এর ধোনি যেন সেই ধোনির মরীচিকা! ‘ক্যাপ্টেন কুল’ এখন ভিতরে ভিতরে অনেক বেশি আবেগপ্রবণ। হার-জিতে নির্লিপ্ত নন।

আগের ম্যাচে হারের পর মাহি বলেছিলেন, দলে নবীন প্রতিভাদের মধ্যে পারফর্ম করার তাগিদ বা স্ফুলিঙ্গ দেখতে পাচ্ছেন না। যা নিয়ে তাঁকে তুলোধোনা করেছিলেন কৃষ্ণমাচারি শ্রীকান্তের মতো প্রাক্তনরা। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে দলে তাই একগুচ্ছ তরুণ খেলোয়াড়দের সুযোগ দিয়েছিলেন ধোনি।। পরিবর্তন করেছিলেন স্ট্র্যাটেজিরও। শেন ওয়াটসন বাদ। দলে এনেছিলেন ইমরান তাহিরকে। কিন্তু ম্যাচ কার্যত শেষ হয়ে গিয়েছিল প্রথম ৪০ বলেই। চেন্নাইয়ের স্কোরবোর্ডে তখন ৩০/৬। আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন রানের লজ্জা তখন তাড়া করছে। ট্রেন্ট বোল্ট (৪/১৮), জসপ্রীত বুমরা (২/২৫), রাহুল চাহরদের (২/২২) সামনে তখন নাকানিচোবানি খাচ্ছে চেন্নাইয়ের ব্যাটিং অর্ডার। তবুও যে চেন্নাই ১১৪/৯-এ পৌঁছতে পারল তার নেপথ্যে স্যাম কারান (৪৭ বলে ৫২)। এছাড়া, দু’অঙ্কের রান পেয়েছেন ধোনি (১৬), শার্দুল ঠাকুর (১১) এবং তাহির (১০ বলে ১৩ অপরাজিত)।

অসুস্থতার জন্য রোহিত শর্মা এদিন খেলতে পারেননি। তবে মুম্বইকে কোনও সমস্যায় পড়তে দেননি ঈশান কিষাণ (৩৭ বলে ৬৮ অপরাজিত) এবং কুইন্টন ডি কক (৩৭ বলে ৪৬ অপরাজিত)। ৪৬ বল বাকি থাকতেই জিতে নেট রানরেট চাঙ্গা করে নিল মুম্বই। যা তাদের পয়েন্ট টেবলে ফের এক নম্বরে তুলে দিল।

     

বিজ্ঞাপন

Goto Top