• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

সুস্থ হচ্ছেন কপিল দেব

অ্যাঞ্জিওপ্লাস্টি সফল ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়কের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

কপিল দেব এখন অনেকটাই সুস্থ ২৪ ঘণ্টা আগে দিল্লির ওখলা রোডের ফর্টিস হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুকে ব্যথা নিয়ে কিছুক্ষণ বাদেই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় আপাতত তিনি আইসিইউ-তে রয়েছেন ১৯৮৩-এর বিশ্বকাপজয়ী অধিনায়ককে আপাতত পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা গতরাতের অস্বস্তি তাঁর এখন একদমই নেই বিশ্বস্ত সূত্রের খবর, আপাতত অনেকটাই সুস্থ ‘হরিয়ানা হারিকেন’ সম্ভবতঃ আগামী কয়েকদিনের মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হবে

কিংবদন্তি অলরাউন্ডারের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন কৃষ্ণমাচারি শ্রীকান্ত, শাহরুখ খান, জয় শাহ প্রমুখ। তবে কপিলের পরিবার এবং হাসপাতালের তরফে অবশ্য কপিলের অসুস্থতার খবর অস্বীকার করা হয়েছে।

     

বিজ্ঞাপন

Goto Top