• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

গলফ কোর্সে নামতে মুখিয়ে কপিল

অনুরাগীরাই আমার পরিবার, বলছেন হরিয়ানা হারিকেন

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

শুক্রবারই অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে তাঁর। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন কপিল দেব। সোশ্যাল মিডিয়ায় ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক লিখেছেন, “আমি ভালো আছি। দ্রুত সুস্থ হয়ে উঠছি। ভালোবাসা ও শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারাই আমার পরিবার। গলফ খেলার অপেক্ষায় রয়েছি।“ চিকিৎসকরাও বলছেন হরিয়ানা হারিকেনের অবস্থা এখন স্থিতিশীল। আগামী কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ৬১ ভছর বয়সী কপিল। তারপরেই তাঁকে দিল্লির ফর্টিস এসকর্ট হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ভারতের হয়ে ১৩১ টি টেস্ট এবং ২২৫ টি একদিনের ম্যাচ খেলেছেন কপিল। ১৯৯৪ সালে স্যার রিচার্ড হ্যাডলির রেকর্ড ভেঙে টেস্টে সর্বোচ্চ (৪৩৪) উইকেটশিকারী হয়েছিলেন তিনি।

     

বিজ্ঞাপন

Goto Top