কাগজে-কলমে প্লে-অফের আশা বেঁচে থাকল চেন্নাইয়ের
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআইপিএল কেরিয়ারে ২০০ ছক্কার মাইলস্টোন ছুঁলেন বিরাট কোহলি। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে ২০০ ছক্কার ক্লাবে ঢুকলেন তিনি। কোহলির আগে এই মাইলস্টোন ছুঁয়েছেন মহেন্দ্র সিং ধোনি (২১৬) এবং রোহিত শর্মা (২০৯)। মোট ছক্কার হিসাবে অবশ্য কোহলির থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে তাঁর সতীর্থ এবি ডে ভিলিয়ার্স (২৩১)। প্রত্যাশিতভাবেই তালিকার শীর্ষে রয়েছেন ‘ইউনিভার্স বস’ ক্রিস গেইল (৩৩৬)।
তবে বিরাটের মাইলস্টোন ছোঁয়ার দিনেও হার হজম করতে হল আরসিবি-কে। রবিবার দুবাইতে চেন্নাই সুপার কিংসকে হারাতে পারলেই প্লে-অফের টিকিট পাকা হয়ে যেত কোহলিদের। কিন্তু টস জিতে ব্যাট করে ছ’উইকেটে ১৪৫ রানের বেশি তুলতে পারেনি ব্যাঙ্গালোর। অ্যারিন ফিঞ্চ (১৫), দেবদত্ত পাড়িক্কল (২২) ফিরে যাওয়ার পরে ৮২ রানের জুটি গড়েছিলেন কোহলি (৫০) এবং এবিডি (৩৯)। কিন্তু ব্যাঙ্গালোরকে দেড়শোর আগেই থামিয়ে দেন স্যাম কারান (৩/১৯), দীপক চাহর (২/৩১), মিচেল স্যান্টনাররা (১/২৩)।
চেন্নাই ব্যাট ক্রতে নেমে কোনও সমস্যায় পড়েনি। নেপথ্যে ঋতুরাজ গায়কোয়াড়। আইপিএল শুরুর আগেই করোনা পরীক্ষার ফল পজিটিভ বেরিয়েছিল তাঁর। সুযোগ পেয়েও বারবার ব্যর্থ হচ্ছিলেন। কিন্তু এদিন ৫১ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলে বুঝিয়ে দিলেন, তাঁর কাঁধে ভরসার হাত রেখে ভুল করেননি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ফ্যাফ দু প্লেসি ২৫ এবং আম্বাতি রায়ুডু ৩৯ রান করেছেন। ধোনি ২১ রানে অপরাজিত থাকেন।
এদিনের জয়ের ফলে ১২ ম্যাচ খেলে চেন্নাইয়ের পয়েন্ট দাঁড়াল আট। যদি মঙ্গলবার কিং ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে নাইটরা হারে তাহলে প্লে-অফে যাওয়ার ক্ষীণ হলেও আশা থাকবে চেন্নাইয়ের।