• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হার্দিকও

মুম্বই অলরাউন্ডারের স্ত্রী-কে নিয়ে প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

রবিবারই তাঁর ব্যাট থেকে বেরিয়েছে ২১ বলে ৬০ রানের দুরন্ত ইনিংস। নিজের অর্ধশতরানে পৌঁছনোর পরেই এক হাঁটু গেড়ে হাত মুঠো করেছিলেন তিনি। সবাই ভেবেছিলেন, হার্দিক পাণ্ড্যর সেলিব্রেশিনের অভিধানে এটাই নতুন সংযোজন। কিন্তু সেই ভুল ভেঙে দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার নিজেই। টুইটারে জানিয়েছেন, কৃষ্ণাঙ্গ মানুষদের বিরুদ্ধে অত্যাচারের যে প্রতিবাদের ঢেউ উঠেছে গোটা দুনিয়ায়, সেই প্রতিবাদেই শামিল হয়েছেন তিনিও। তাই ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ হ্যাশট্যাগ ব্যবহার করেছেন নিজের টুইটার পোস্টে।

প্রসঙ্গত, জর্জ ফ্লয়েড-কাণ্ডের পর প্রতিবাদের ঝড় উঠেছিল গোটা দুনিয়ায়। আগস্ট মাসে ইংল্যান্ড সফরে গিয়ে এক হাঁটু গেড়ে বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানানো শুরু করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। কিন্তু পাকিস্তান এবং অস্ট্রেলিয়া সিরিজে সেই ছবে দেখা যায়নি ইংল্যান্ডে। ক্যারিব্যান প্রিমিয়ার লিগেও দেখা যায়নি এই প্রতিবাদের ভাষা। যা নিয়ে সরব হয়েছিলেন মাইকেল হোল্ডিং-এর মতো প্রাক্তনরা। এই পরিস্থিতিতে হার্দিকের আচরণ নতুন করে আলোড়ন ফেলেছে ক্রিকেট মহলে। অনেকেই সাধুবাদ জানিয়েছেন হার্দিককে। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, হার্দিক যদি বর্ণবৈষম্য নিয়ে এতই সচেতন তাহলে তিনি নিজে এক শ্বেতাঙ্গ মহিলাকে বিয়ে করেছেন কেন? ঘটনার জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার।

     

বিজ্ঞাপন

Goto Top