শুভমান গিল রানে ফেরায় স্বস্তি নাইট শিবিরে
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককিংস ইলেভেন পাঞ্জাবের কাছে হেরে দলের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। পাঞ্জাবের কাছে ৮ উইকেটে হারের পরে তিনি বললেন, ‘‘শারজায় প্রথম দিকে উইকেট পড়ে গেলে বিপক্ষ দলের বোলারদের পাল্টা আক্রমণ করতে হয়। কিন্তু আমরা তা করতে পারিনি। সে বাবে পার্টনারশিপও তৈরি করতে পারিনি। ভেবেছিলাম। আরও বেশি রান তুলতে পারব। কিন্তু তা না হওয়াতেই এই হার।’’
কেকেআর ক্যাপ্টেন এর পরেই বলেন, ‘‘তিন উইকেট চলে যাওয়ার পরে ভাল পার্টনারশিপ দরকার ছিল। এই উইকেটে ১৮০-১৯০ রান করলে লড়াই করা যায়। সেখানে আমরা কম রান করেছি। যখন রান করা দরকার, তখন উইকেট পড়ছে। এই সমস্যা এ বার খুব ভোগাচ্ছে আমাদের।’’
মর্গ্যানের কাছে জানতে চাওয়া হয়েছিল কেকেআরের প্লে-অফ যাওয়ার সম্ভাবনার ব্যাপারে। তিনি বলেন, ‘‘বাকি দুই ম্যাচে আমাদের ভাগ্য এখন আমাদের হাতে। তবে শুভমান গিল রান পেয়েছে। ১১-১২ ওভার পর্যন্ত ওর ব্যাট কোণঠাসা করে রেখেছিল কিংস ইলেভেনকে। এই ম্যাচ থেকে প্রাপ্তি বলতেই এটাই।’’