সীমিত ওভারের দলে নেই ঋষভ পন্থ; কলকাতা নাইট রাইডার্স থেকে স্যার ডনের দেশে যাচ্ছেন শুভমান গিল এবং বরুণ চক্রবর্তী; অতিরিক্ত বোলার হিসাবে যাচ্ছেন ঈশান পোড়েল
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কহ্যামস্ট্রিং-এ চোট রোহিত শর্মার। পেটের পেশির চোট থেকে সেরে উঠতে সময় লাগবে ইশান্ত শর্মার। তাই এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে ছাড়াই অস্ট্রেলিয়া যাচ্ছে ভারতীয় দল। সোমবার নির্বাচকরা তিন ফর্ম্যাটের ক্রিকেটের জন্য যে দল ঘোষণা করেছেন তাতে টেস্ট, একদিনের ম্যাচ বা টি-২০, কোনও দলেই নাম নেই রোহিত এবং ইশান্তের। টেস্ট দলে ফিরতে পারেননি শিখর ধাওয়ানও। টেস্ট দলে ওপেনার হিসাবে সুযোগ পেয়েছেন কে এল রাহুল, মায়াঙ্ক আগরওয়াল এবং পৃথ্বী শ’।
প্রত্যাশিতভাবেই নেতৃত্বে রয়েছেন বিরাট কোহলি। তিনি ছাড়া রাহুল, মায়াঙ্ক, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং নবদীপ সাইনি তিন ফর্ম্যাটের দলেই সুযোগ পেয়েছেন। টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। রোহিতের অনুপস্থিতিতে সীমিত ওভারের দলে বিরাটের ডেপুটি হবেন রাহুল।
শোনা যাচ্ছিল, ঋষভ পন্থের বাড়তে থাকা মেদ নিয়ে অসন্তুষ্ট নির্বাচকরা। চলতি আইপিএলে উইকেটের সামনে বা পিছনে, কোনও ভূমিকাতেই নজর কাড়তে পারেননি ঋষভ। শুধুমাত্র টেস্ট দলে সুযোগ পেয়েছেন তিনি। তবে সেই দলে উইকেটরক্ষক হিসাবে রয়েছেন ঋদ্ধিমান সাহাও। এছাড়া, টেস্ট বিশেষজ্ঞ হিসাবে থাকছেন রাহানে, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারী, পৃথ্বী, উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ সিরাজ। অন্যদিকে, শুধুমাত্র একদিনের সিরিজের জন্য দলে জায়গা পেয়েছেন শুভমান গিল এবং শার্দুল ঠাকুর। টি-২০ দলে বিশেষজ্ঞ হিসাবে থাকছেন সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহর এবং নবাগত বরুণ চক্রবর্তী। সীমিত ওভারের ক্রিকেটের দু’টি দলেই রয়েছেন হার্দিক পাণ্ড্য, মণীশ পাণ্ডে এবং রবীন্দ্র জাদেজা। পাশাপাশি, কুলদীপ যাদব সুযোগ পেয়েছেন টেস্ট এবং একদিনের দলে।
টেস্ট এবং টি-২০ দলে দু’জন করে উইকেটরক্ষক থাকলেও একদিনের সিরিজে উইকেটরক্ষক হিসাবে থাকছেন শুধুমাত্র রাহুল। মহেন্দ্র সিং ধোনির জায়গায় আপাতত তাঁর উপরে ভরসা রাখছেন নির্বাচকরা।
এছাড়া, চারজন অতিরিক্ত বোলার দলের সঙ্গে পাঠাচ্ছে বিসিসিআই। যেখানে বাংলা থেকে সূযোগ পেয়েছেন ঈশান পোড়েল। তাঁর সঙ্গেই অস্ট্রেলিয়া যাচ্ছেন কমলেশ নাগরকোটি, কার্তিক ত্যাগী এবং টি নটরাজন।
টেস্ট দলঃ বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ’, কে এল রাহুল, চেতেশ্বর পুজারা, অজিঙ্ক রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, উমেশ যাদব, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও মহম্মদ সিরাজ।
একদিনের দলঃ বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমান গিল, কে এল রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), মণীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ড্য, মায়াঙ্ক আগরওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, নবদীপ সাইনি ও শার্দুল ঠাকুর।
টি-২০ দলঃ বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, কে এল রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে, হার্দিক পাণ্ড্য, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহল, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি, নবদীপ সাইনি, দীপক চাহর ও বরুণ চক্রবর্তী।