নারাইন বিশ্বের অন্যতম সেরা মানছেন গেল
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কগত সপ্তাহেই লিভারের অসুখে প্রয়াত হয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার মনদীপ সিংয়ের বাবা। আমিরশাহিতে বসে বাবার মৃত্যু সংবাদ পেয়েও ভারতে ফেরেননি মনদীপ। দলের সঙ্গে থেকে দিয়েছিলেন। সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৫৬ বলে ৬৬ রান করে পাঞ্জাবের জয়ে বড় ভূমিকা রাখলেন তিনি। যা নজর কেড়েছে দলের ক্যারিবিয়ান তারকা ক্রিস গেলের।
ম্যাচের পরে গেল বলেন, ‘‘মনদীপ দারুণ খেলেছে। গত ম্যাচে আমরা ওর জন্য জিততে চেয়েছিলাম। আর ওর প্রয়াত বাবা নিশ্চয়ই আকাশ থেকে মনদীপের এই চমৎকার ইনিংসটি দেখে শান্তি পেয়েছেন। আমিও আমার বাবাকে খুব ভালবাসি।’’
এ দিন হাফ সেঞ্চুরি করে ফের ব্যাটের গায়ে লাগানো ‘বস’ স্টিকার ক্যামেরার সামনে মেলে ধরেন গেল। ২৯ বলে ৫১ রান করা এই ক্রিকেটার ম্যাচের পরে বলেন, ‘‘যখন খেলছিলাম না তখন ট্রেনারের সঙ্গে মাঠে প্রচুর ঘাম ঝরিয়েছি। সুযোগ আসতেই কাজে লাগিয়েছি। ম্যাচ জিতে ভাল লাগছে। কিন্তু এতেই সন্তুষ্ট হলে চলবে না। আমাদের এখনও অনেকটা পথ যেতে হবে।’’
পাঁচটি ছক্কা মেরে নিজের হাফ সেঞ্চুরি করা ইনিংস সম্পর্কে বলেন, ‘‘ওদের দলে দু’জন খুব ভাল স্পিনার রয়েছে। তার মধ্যে একজন হল সুনীল নারাইন। ও বিশ্বের অন্যতম সেরা স্পিনার। আমাকে অনেক বার আউট করেছে। কিন্তু আজ বল সে রকম ঘুরছিল না। সে্টা দেখেই আমি সুযোগের সদ্ব্যবহার করেছি।’’