• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

কে এল রাহুলের নেতৃত্বে মুগ্ধ গাভাসকার

প্রশংসা করলেন কোচ কুম্বলেরও

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

এক সময়ে এ বারের আইপিএলে টানা ম্যাচ হারছিলেন। কিন্তু সেই কে এল রাহুলের নেতৃত্বে সেই কিংস ইলেভেন পাঞ্জাবই এখন টানা ম্যাচ জিতে প্লে-অফ খেলার দিকে ক্রমশঃ এগিয়ে যাচ্ছে। সোমবার শারজায় নাইটদের হারানোর পরে রাহুলের অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ সুনীল গাভাসকার। তাঁর মতে, অনিল কুম্বলের লড়াকু মনোভাব ছড়িয়ে পড়েছে রাহুলের নেতৃত্বে।

গাভাসকার বলেন, ‍‘‍‘শুরুর দিকে টানা হারের পরে এখন জেতার রাসাতা খুঁজে পেয়েছে পাঞ্জাব। আর যে ম্যাচগুলো ওরা হেরেছে তাও জয়ের খুব কাছাকাছি গিয়ে। গত কয়েক ম্যাচে দলটা অবিশ্বাস্য ক্রিকেট খেলছে। পুরো দলের আত্মবিশ্বাস এতটাই বেড়েছে যে দলের বডি ল্যাঙ্গোয়েজটাই বদলে গিয়েছে।’’

এর পরেই রাহুলের নেতৃত্বের প্রশংসা করে গাভাসকার বলেন, ‍‘‍‘এ বারের আইপিএলে কে এল রাহুল দারুণ নেতৃত্ব করছে। হয়তো রোজ ও বড় রান করে জেতাতে পারচে না। কিন্তু অধিনায়কত্বে নতুনত্ব দেখাচ্ছে। সেটা কখনও দারুণ আক্রমণাত্মক ফিল্ডিং সাজিয়ে বা বোলিং পরিবর্তন করে। একদিন দেখলাম ক্রিস জর্ডানকে ১৯তম ওভারে বল করতে ডাকল। একদিন শেষ এভারে ১৪ রান বাকি এই অবস্থায় অর্শদীপকে বোলিং দেওয়ার মতো সাহস দেখাল। বেশ ভাল।’’

এ কথা বলেই কুম্বলের কথা টেনে এনে গাভাসকার বলেন, ‍‘‍‘অনিল কুম্বলের অবদান ভুলে যাবেন না। ও কিন্তু ক্রিকেটের জন্য সব সময়ে লড়াই করেছে। চোয়াল ভাঙা অবস্থায় ব্যান্ডেজ করে অনিলের বল করার দৃশ্য গোটা ভারত আজও ভোলেনি। এই লড়াই করার মানসিকতাই ও রাহুলের মাধ্যমে গোটা দলে ছড়িয়ে দিতে পেরেছে। তাই হারতে হারতেও জয়ের চাবিকাঠি খুঁজে পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।’’

     

বিজ্ঞাপন

Goto Top