• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

হেরে পাঁচ নম্বরে নামল নাইটরা

দুরন্ত শামি; বিষ্ণোইদের গুগলিতে কুপোকাত কেকেআর

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

প্রথম লেগে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে নিশ্চিত হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছিল দীনেশ কার্তিকের নাইটরা। কিন্তু অঘটন তো বারবার ঘটে না! ফিরতি ম্যাচে তাই আট উইকেটে হার হজম করতে হল ইয়ন মর্গ্যানের দলকে। সোমবারের জয়ের ফলে নাইটদের সরিয়ে পয়েন্ট টেবলে চার নম্বরে উঠে এল পাঞ্জাব। নেপথ্যে টানা পাঁচ ম্যাচে জয়। পাঞ্জাব এবং কেকেআর দু’দলেরই পয়েন্ট ১২ ম্যাচে ১২। কিন্তু নেট রানরেটে নাইটদের থেকে এগিয়ে পাঞ্জাব। নাইটদের পরের ম্যাচ বৃহস্পতিবার রাজস্থানের বিরুদ্ধে। আর গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ১ নভেম্বর চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবেন মর্গ্যানরা। এই দুই ম্যাচ জিতলে নাইটদের পয়েন্ট দাঁড়াবে ১৬। সেক্ষেত্রে পয়েন্টের জোরেই প্লে-অফে জায়গা করে নিতে পারবেন মর্গ্যানরা। কিন্তু হারলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলির দিকে।

নাইটদের এদিনের ইনিংসকে তিন ভাগে ভাগ করা যায়। এক, প্রথম দু’ওভার। যখন নীতিশ রানা (০), রাহুল ত্রিপাঠী (৭) এবং দীনেশ কার্তিকের (০) উইকেট হারিয়ে ১০/৩ হয়ে গিয়েছিল কেকেআরের স্কোর। নেপথ্যে মহম্মদ শামির আগুনে বোলিং এবং গ্লেন ম্যাক্সওয়েলের দুরন্ধর ফিল্ডিং সাজানো। দুই, পরবর্তী আট ওভার। যখন শুভমান গিল (৪৫ বলে ৫৭) এবং মর্গ্যান (২৫ বলে ৪০) মিলে ৮১ রান যোগ করেছিলেন চতুর্থ উইকেটে। তিন, শেষ ১০ ওভার। যে সময় পাঁচ উইকেট হারিয়ে সাকুল্যে ৫৮ রান তুলল নাইটরা। শুভমান এবং মর্গ্যান ছাড়া গোটা ইনিংসে দু’অঙ্কের রান শুধু লকি ফার্গুসনের (১৩ বলে ২৪ অপরাজিত)। ইনিংসের দ্বিতীয়ার্ধে নাইটদের কার্যত বোতলবন্দি করে ফেলেছিলেন মুরুগান অশ্বিন (১/২৭), রবি বিষ্ণোই (২/২০), ক্রিস জর্ডনরা (২/২৫)। তার জেরেই ন’উইকেটে ১৪৯ রানের বেশি তুলতে পারেনি কেকেআর।

শারজার ছোট মাঠে ১৫০ রানের মামুলি লক্ষ্যে পৌঁছতে কোনও সমস্যায় পড়েনি পাঞ্জাব। কে এল রাহুল (২৫ বলে ২৮) বড় রান না পেলেও প্রীতি জিন্টার দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন মনদীপ সিং (৫৬ বলে ৬৬ অপরাজিত) এবং ক্রিস গেইল (২৯ বলে ৫১)। দ্বিতীয় উইকেটে ৬১ বলে ১০০ রান যোগ করে তাঁরাই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন নাইটদের।  

     

বিজ্ঞাপন

Goto Top