একাধিক পদত্যাগে টালমাটাল রাবাদার দেশের ক্রিকেট
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কদক্ষিণ আফ্রিকার ক্রিকেট সঙ্কটের মুখে। আগামী ২রা নভেম্বর থেকে শুরু হচ্ছে সে দেশের ঘরোয়া মরসুম। এর সঙ্গেই খেলতে আসছে ইংল্যান্ডের পুরুষ দল। এমতাবস্থায় ২০শে অক্টোবর এর পর ২৬ শে অক্টোবর, বোর্ডের বাকী সদস্যরাও পদত্যাগ করল ক্রিকেট বোর্ড থেকে। বেরেসফোর্ড উইলিয়ামস দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী চেয়ারম্যান। তিনি ও বাকি পাঁচ সদস্য, এঞ্জেলো কারোলিসেন, ডোনোভার মে, টেবগো সিকোজন মোগডি এবং দেবেন ধর্মলিঙ্গম সকলেই পদত্যাগ করেছেন। তবে জোলা তামায়ে, মরিস সোইম্যান, ইউজেনিয়া কুলা-আমেয়াও এবং ভুয়োকাজি মেমনি-সেদিলে পদত্যাগ করেননি। ক্রিকেট অপারেশনের দায়িত্ব পালন করা গ্রেম স্মিথ, কোম্পানি সেক্রেটারি ও সিনিয়র এগজিকিউটিভরাও পদে আছেন।
সমস্যার সুরাহার কোনো চিহ্ন নেই। বোঝা মুশকিল ৫ ডিসেম্বরের পর বোর্ড বহাল থাকবে কি না। তবে সরকার ও তার সহযোগী সংস্থার প্রভাব যে বাড়ছে তা বোঝা যাচ্ছে। সম্ভবতঃ কোনও প্রাক্তন ক্রিকেটার আইসিসিতে প্রতিনিধিত্ব করবেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড থেকে।