নিয়মিত পারফরম্যান্স মেলে ধরার জন্যই ভারতীয় দলে কেকেআরের এই স্পিনার।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিত ভালো পারফর্ম করার পুরস্কার পেলেন বরুণ চক্রবর্তী। ভারতীয় টি-২০ দলে সুযোগ পেয়েছেন এই স্পিনারটি।
২০১৮ সালে কেকেআরের প্র্যাকটিসে নেট বোলার হিসাবে বোলিং শুরু করেছিলেন বরুন। তাঁর বোলিং মনে ধরে গিয়েছিল নাইট ম্যানেজমেন্টের। তাই ওই বছর কেকেআরের সঙ্গেই ছিলেন তিনি। গতবছর বরুণকে নিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু সেখানে তিনি নিয়মিত সুযোগ পাননি। পাশাপাশি, চোটের কারণে খেলতে পারেননি তিনি। এই বছর তাঁকে কলকাতা কিনে নিয়েছে। কুলদীপের মতো বোলারকে বসিয়ে বরুণকে খেলাচ্ছিল নাইটরা। তিনি নিরাশ করেননি। প্রতিটি ম্যাচেই ভালো পারফরম্যান্স মেলে ধরছেন। এই বছর প্রথম বোলার হিসাবে দিল্লির বিরুদ্ধে পাঁচ উইকেট তুলে নিয়েছেন। তার পুরস্কারস্বরূপ ভারতীয় টি-২০ দলে সুযোগ পেলেন বরুণ।