‘অনুশীলনে নামতে পারলে কিসের চোট?’
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কসোমবারই ঘোষিত হয়েছে অস্ট্রেলিয়া সফরের দল। টেস্ট, একদিনের মাচ বা টি-২০ – কোনও দলেই নেই রোহিত শর্মা। শোনা যাচ্ছে, হ্যামস্ট্রিং-এ চোট রয়েছে রোহিতের। তাই আনফিট রোহিতকে দলে নিতে চাননি নির্বাচকরা। বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “১৮ অক্টোবর কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিং-এ চোট লেগেছে রোহিতের।“ অথচ, সোমবারও নেটে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ককে। কিন্তু শেষমেশ ম্যাচে দেখা যায়নি তাঁকে। বুধবারও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবেন না রোহিত। আর তাঁর চোট নিয়ে এই ধোঁয়াশা তৈরি হওয়াতেই চটেছেন সুনীল গাভাসকর। বলছেন, “টেস্ট সিরজ শুরু হতে এখনও দেড় মাস দেরি। রোহিত যদি মুম্বই ইন্ডিয়ান্সের নেটে অনুশীলন করার মতো অবস্থাতেই থাকে, তাহলে আমি সত্যিই জানি না যে ওর চোট ঠিক কী ধরনের। এই বিষয়ে একটু স্বচ্ছতা প্রয়োজন। ফ্র্যাঞ্চাইজিরা চায় না যে প্রতিপক্ষ কোনও মানসিক সুবিধা পাক। তাই হয়তো তারা বিষয়টি গোপন রাখছে। কিন্তু ভারতীয় ক্রিকেটের স্বার্থে, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কথা ভেবে বিষয়টি সকলের সামনে স্পষ্ট করা উচিৎ।
গত দু’ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সি গায়ে নামতে দেখা যায়নি মায়াঙ্ক আগরওয়ালকেও। শোনা যাচ্ছে, তাঁরও চোট রয়েছে। অথচ, অস্ট্রেলিয়া সফরের তিনটি দলেই রয়েছেন মায়াঙ্ক। সেই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন লিটল মাস্টার।