২৭ নভেম্বর, ২০২০ থেকে ১৯ জানুয়ারি, ২০২১ পর্যন্ত স্যার ডনের দেশে থাকবে টিম ইন্ডিয়া
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কদীর্ঘ টালবাহানার পর অবশেষে প্রকাশিত হল ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সূচি। বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, ২৭ নভেম্বর থেকে শুরু হবে সফর। একদিনের সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে সিডনিতে (২৭ ও ২৯ নভেম্বর)। অন্য ম্যাচটি ২ ডিসেম্বর ক্যানবেরায়। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হবে এই সিরিজ। লিগের পয়েন্ট টেবলে দু’নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। কিন্তু ভারত এখনো সুপার লিগে কোনও সিরিজ খেলেনি।
৪ ডিসেম্বর ক্যানবেরাতেই শুরু হবে টি-২০ সিরিজ। যার শেষ দু’টি ম্যাচ (৬ ও ৮ ডিসেম্বর) খেলতে সিডনিতে ফিরবে টিম ইন্ডিয়া।
এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসাবে খেলা হবে অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ। বর্ডার-গাভাসকর ট্রফির লড়াই শুরু হচ্ছে অ্যাডিলেডে। ১৭ থেকে ২১ ডিসেম্বর দিন-রাতের টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। নিয়ম মেনেই যা খেলা হবে গোলাপি বলে। মেলবোর্নে ‘বক্সিং ডে’ টেস্ট (২৬-৩০ ডিসেম্বর) থেকে সিরিজের বাকি টেস্টগুলি খেলা হবে লাল বলে। সিডনিতে ‘নিউ ইয়ার টেস্ট’ হবে ৭-১১ জানুয়ারি। ১৫ থেকে ১৯ জানুয়ারি সিরিজের শেষ টেস্ট ব্রিসবেনে। তারপরেই দেশে ফিরে ইংল্যান্ডের মুখোমুখি হবেন বিরাট কোহলিরা।