ছন্দে বুমরা; ব্যাঙ্গালোরকে হারিয়ে প্রথম দল হিসাবে প্লে-অফে মুম্বই
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কছ’বলে চাই তিন রান। এই পরিস্থিতিতে প্রথম বলটাই এক্সট্রা কভার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে দিলেন সূর্যকুমার যাদব। তারপরেই বরাভয়ের ভঙ্গি। চিন্তা কীসের? ‘ম্যায় হুঁ না!’ কাকে বার্তা দিলেন সূর্যকুমার? তাৎক্ষণিক ঘটনার পরিপ্রেক্ষিতে্ বার্তার লক্ষ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবির। তিন বল আগেই হার্দিক পাণ্ড্যকে আউট করে যারা বাছাই করা বিশেষণ প্রয়োগ করেছিল। আর গত ৩৬ ঘণ্টার ঘটনা বিচার করলে বার্তার লক্ষ্য হওয়া উচিৎ জাতীয় নির্বাচকরা। যাঁরা অস্ট্রেলিয়াগামী দলের জন্য বিবেচনা করেননি মুম্বইয়ের ব্যাটসম্যানকে। তারই জবাব এল ৪৩ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংসে। যা ১০ টি বাউন্ডারি ও তিনটি ছক্কা দিয়ে সাজানো। সেই ইনিংসে ভর করেই ব্যাঙ্গালোরকে পাঁচ উইকেটে হারাল মুম্বই ইন্ডিয়ান্স। একইসঙ্গে প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে নিল।
জয়ের ভিতটা অবশ্য আগেই গড়ে দিয়েছিলেন জসপ্রীত বুমরা। বুধবারের ম্যাচ খেলতে নামার আগে আইপিএল কেরিয়ারে তাঁর উইকেটের সংখ্যা ছিল ৯৯। তিন অঙ্কে পৌঁছলেন বিরাট কোহলিকে (৯) ফিরিয়ে। সেই কোহলি যিনি আইপিএলে বুমরার প্রথম শিকার ছিলেন। এরপর শিবম দুবে (২) এবং দেবদত্ত পাড়িক্কলও (৪৫ বলে ৭৪) ফিরলেন বুমরার (৪-১-১৪-৩) শিকার হয়ে।
এদিন প্রথমে ব্যাট করে ছ’উইকেটে ১৬৪ রান তুলেছিল ব্যাঙ্গালোর। পাড়িক্কল ছাড়া বলার মতো রান জশ ফিলিপের (২৪ বলে ৩৩)। বড় রান পাননি এবি ডে ভিলিয়ার্স (১২ বলে ১৫)। তবে সূর্যকুমারের চওড়া ব্যাটে ভর করে পাঁচ বল আকি থাকতেই জিতে যায় মুম্বই। দু’টি করে উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহল ও মহম্মদ সিরাজ।