সূর্যকুমারকে আরও একবার সুযোগ দেওয়া উচিত বলে মনে করছেন প্রাক্তন নির্বাচক প্রধান।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কঅস্ট্রেলিয়া সফরে নির্বাাচিত ভারতীয় দলে নেই সূর্যকুমার যাদব। যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা হচ্ছে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ধারাবাহিকভাবে ভালো খেলছেন সূর্যকুমার যাদব। কিন্তু তারপরেও কেন বাদ সূর্যকুমার তা নিয়ে সরব হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এই ঘটনার জন্য পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছে। আর সেই জন্য বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম জড়িয়ে গিয়েছে। প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকার দাবি তুলেছেন, কেন সূর্যকুমারকে ভারতীয় দলে নেওয়া হল না এই বিষয়ে নির্বাচকদের প্রশ্ন করা উচিত সৌরভের।
এই প্রসঙ্গে বেঙ্গসরকার বলেন, "এই ব্যাপারে নির্বাচকদের সঙ্গে কথা বলা উচিত সৌরভের। কোনও ক্রিকেটারের ৩০ বছর বয়স হয়েছে বলে জাতীয় দলে নেওয়া যাবে না, এমন ভাবা ভুল। কোনও ক্রিকেটার ৩৪ বছর বয়স পর্যন্তও ফর্ম ধরে রাখতে পারে।" প্রাক্তন এই নির্বাচক প্রধান মনে করেন, সূর্যকুমারকে যে ফর্মে রয়েছেন তাতে একবার তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত।