পাঁচ ওভার বাকি থাকতেই ম্যাচ শেষ করে দিলেন ওয়ার্নার-বেয়ারস্টো
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কচার নম্বরে ব্যাট করতে চেয়েছিলেন আন্দ্রে রাসেল। যাতে আরও বেশি বল খেলার সুযোগ পান এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে দলের রান বাড়িয়ে নিয়ে যেতে পারেন। কিন্তু কোনও এক অজানা অঙ্কে সমানেই ব্যাটিং অর্ডারে নিচের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বিধ্বংসী ক্যারিবিয়ানকে। রবিবারের উপ্পলে যখন সানরাইজার্স হায়দরাবাদের বোলিংয়ের সামনে নাইটদের রান তুলতে রীতিমতো বেগ পেতে হচ্ছিল তখন পাল্টা আক্রমণই হতে পারত ঘুরে দাঁড়ানোর আদর্শ পন্থা। কিন্তু নাইটদের থিঙ্কট্যাঙ্ক কোনও এক অজ্ঞাত কারণে রাসেলকে নামাল সাত নম্বরে। যখন ইনিংসের আর ২৭ বল বাকি। আর সঙ্গী টেল-এন্ডাররা। ভুল সিদ্ধান্ত? মানছেন না দীনেশ কার্তিক। নাইট অধিনায়কের বক্তব্য, “রাসেলের দিক থেকে কোনও অভিযোগ নেই। আমরা ভালো বোলিং করতে পারলে ১৬০ রান নিয়েও জেতা যেত। এদিন তো রাসেল ১৫ রানের বেশি করতে পারেনি। কিন্তু বাকিরা নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলেছে। তবে বোলিং এবং ফিল্ডিংয়ে আমাদের অনেক উন্নতি করতে হবে। শুরুতে বেয়ারস্টোর ক্যাচ না পড়লে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।“
নাইট অধিনায়ক যাই বলুন, আইপিএলের অন্যান্য দল যখন একরাশ ম্যাচ উইনার নিয়ে ঘুরছে তখন নাইট শিবিরে আধিক্য ম্যাচ লুজারদের। যার জেরে শেষ ছ’টি ম্যাচের পাঁচটিতে হার হজম করতে হল এসআরকে-র দলকে। আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ের পরেও হারতে হয়েছিল ১০ রানে। নেপথ্যে উথাপ্পার ২০ বলে ৯ রানের ইনিংস। আর এদিন খলনায়ক বনে গেলেন ক্রিস লিন। চলতি আইপিএলের শুরু থেকে ফুটওয়ার্কের প্রবল সমস্যা তাড়া করছে তাঁকে। এদিন ৫১ রান করলেন ঠিকই। কিন্তু নিয়ে নিলেন ৪৭ বল। টি-২০ ক্রিকেটে যা অপরাধের আওতায় পড়ে। প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় বাদ পড়লেন কুলদীপ। কিন্তু বদলি কে? কোনও এক জমনার ‘রহস্যময়’ স্পিনার কে সি কারিয়াপ্পা। এদিন যিনি বেয়ারস্টোর (৪৩ বলে ৮০ অপরাজিত) ক্যাচ ফেলে আর দু’ওভারে ৩৪ রান বিলিয়ে নাইটদের হারে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন। অন্ধ্রের নবাগত পেসার পৃথ্বী রাজ ডেভিড ওয়ার্নারকে (৩৮ বলে ৬৭ রান) ফেরালেন ঠিকই। কিন্তু ততক্ষণে ম্যাচ হাতের বাইরে চলে গিয়েছে।
অথচ সুনীল নারিনের মারমুখী (৮ বলে ২৫ রান) ব্যাটিংয়ের সুবাদে সাড়া জাগিয়ে শুরু করেছিল নাইট রাইডার্স। ওপেনিং জুটিতে মাত্র ১৬ বলে যোগ হয়েছিল ৪২ রান। কিন্তু পরের ১০৪ বলে উঠল মাত্র ১১৭ রান। সেখানেই ম্যাচ থেকে হারিয়ে যাওয়া শুরু নাইটদের।
নিট ফল, ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে আপাতত ঘোরতর সমস্যায় নাইট রাইডার্স। লিগ টেবলে কার্তিকরা রয়েছেন ছ’নম্বরে। যা পরিস্থিতি তাতে প্লে-অফে উঠতে গেলে সামনের চারটি ম্যাচেই জিততে হবে তাঁদের। কিন্তু তারও আগে প্রয়োজন জেতার মতো দলগঠন এবং গেমপ্ল্যান। যা এখনও ঠিক করে উঠতে পারেনি নাইটরা।