• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

কুঁচকির চোট গুরুতর নয় ঋদ্ধিমানের

ফিরছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বলে রানের বিধ্বংসী ইনিংস খেলার পরেই কুঁচকিতে চোট পেয়েছিলেন ঋদ্ধিমান সাহা ফলে কিপিং করেছিলেন পরিবর্ত শ্রীবৎস গোস্বামী চিন্তিত ছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার কিন্তু আপাতত তিনি চিন্তামুক্ত সংযুক্ত আরব আমিরশাহির গরমেই ঋদ্ধির শরীরে জলের অভাব হয়েছিল এবং তার জেরেই টান ধরেছিল তাঁর। কিন্তু আপাতত চোট গুরুতর নয় বলে জানা গিয়েছে দলের তরফে রশিদ খান জানিয়েছেন, ঋদ্ধির চোট গুরুতর নয় উল্লেখ্য, নিজের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩১ বলে ৩০ করে দল থেকে বাদ পড়া ঋদ্ধিমান আইপিএলের শেষ লগ্নে এসে সমালোচকদের মুখ বন্ধ করেছেন ফিরিয়ে এনেছেন জে সি মুখার্জী ট্রফিতে ২০ বলে ১০২ রানের স্মৃতি তৈরি হচ্ছেন অস্ট্রেলিয়া সফরের জন্য আপাতত পরের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে উইকেটের পিছনে দাঁড়াতে তৈরি সুপারম্যান ঋদ্ধিমান

     

বিজ্ঞাপন

Goto Top