• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

রাহুলের নির্বাচন নিয়ে শ্রীকান্ত-মঞ্জরেকর তরজা তুঙ্গে

প্রাদেশিকতার অভিযোগ তুললেন প্রাক্তন অধিনায়ক

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

কে এল রাহুলের টেস্ট দলে নির্বাচন নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে সঞ্জয় মঞ্জরেকর প্রশ্ন তুলেছেন, আইপিএলে সর্বোচ্চ রান করে কিভাবে টেস্ট ম্যাচে সুযোগ পাওয়া যায়? নিজের বক্তব্যের সমর্থনে পেশ করেছেন পরিসংখ্যানও।

এদিকে প্রাক্তন অধিনায়ক নির্বাচক প্রধান কৃষ্ণমাচারী শ্রীকান্ত সরাসরি সমালোচনা করেছেন সঞ্জয়ের তাঁর মত, অহেতুক বিতর্ক সৃষ্টি করছেন সঞ্জয় রাহুল নিজের যোগ্যতায় সুযোগ পেয়েছেন লাল বলে তার পারফরম্যান্স ভালো, অস্ট্রেলিয়ায় অভিষেক হওয়া এই ক্রিকেটারের টেস্ট শতরান রয়েছে ফলে সঞ্জয়ের এই দাবী অন্যায্য একইসঙ্গে তুলেছেন প্রাদেশিকতার অভিযোগও। বলেছেন, সঞ্জয় মুম্বই ছাড়া কিছু চেনেন না একই অভিযোগ করেছেন হর্ষ ভোগলের প্রতিও

পরিসংখ্যান বলছে, ৩৬ টেস্টে ২০০৬ রান করেছেন রাহুল। গড় ৩৪.৫৮। রয়েছে পাঁচটি শতরান। সর্বোচ্চ ১৯৯। কিন্তু শেষ সাতটি টেস্টে কোনও অর্ধশতরানও করতে পারেননি। গড় মাত্র ১৬ প্রথম শ্রেণির সাম্প্রতিক গড় মাত্র ২০ গত ইংল্যান্ড সফরে শতরানের পর টেস্টে তাঁর পারফরম্যান্স শোচনীয়। তবে চলতি আইপিএলে ৫৬৫ রান করে কমলা টুপি আপাতত নিজের দখলে রেখেছেন কর্ণাটকী ব্যাটসম্যান।

     

বিজ্ঞাপন

Goto Top